🦋𝕹𝖔 𝕹𝖆𝖒𝖊🦋 :
কখনও কখনও মনে হয়, আমরা নিজেরে খুঁজে পেতে গিয়ে কিছু মানুষকে হারিয়ে ফেলি। যাদের আমরা মনে করেছিলাম, তারা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হবে, তারা আমাদের পাশে থাকবে চিরকাল। কিন্তু জীবনের এই পথে অনেক কিছুই থাকে অপ্রত্যাশিত, যেমন একটা মুহূর্তের ভালোবাসা মুহূর্তেই বিদায় নেয়, কিংবা একটা হাসি এখনো অম্লান হয়ে যায় আর এক সময়ের বেদনা গায়েব হয়ে যায়।
আমি জানি, হারানো মানুষদের জন্য বুকটা একটু বেশি ব্যথা নেয়, কিন্তু আমি এটাও জানি, যে মানুষটা হারিয়েছে, সে যে একদিন খুঁজে পাবে নিজের শোকে শক্তি যোগাতে পারে এমন কোনো কিছু। ভালোবাসা কখনো নিঃশেষ হয় না, তা শুধু রূপ পরিবর্তন করে। হয়তো সে ভালোবাসা আমাদের হাতে আর নেই, কিন্তু তা কখনো মুছে যায় না।
অনেক সময় মনে হয়, আমি কেন এত বেশি অনুভূতিপূর্ণ? কেন আমি যখন কাউকে মনের গভীরে স্থান দেই, তখন সেই স্থান কখনো ফাঁকা হয় না? কেন আমি অনুভব করি, আমার দিতে থাকা ভালোবাসা, যতটুকু নিঃস্বার্থ, যতটুকু সৎ ছিল, সেটা শেষ পর্যন্ত মলিন হয়ে যায়? সত্যি কথা বলতে, আমি জানি না। কিন্তু জানি, এসব কষ্টের পরেও আমি কখনো ভালোবাসা দেওয়া থামাতে পারব না।
অভ্যাস হয়ে গেছে, দিনশেষে নিজের কথা ভেবে কখনো আমি সেই পুরানো দিনের কথা মনে করি, যেখানে সবকিছু ঠিক ছিল। কিন্তু তারপর আবার মনে আসে, মানুষদের জন্য আমি যে ভালোবাসা দিয়েছি, সে কখনোই ম্লান হবে না। সেই ভালোবাসা আজও জীবনের পথ চলতে চলতে আমাকে সহায়তা করে, আমাকে সামনের দিকে নিয়ে যায়। কিছু মানুষ চলে গেলেও, তাদের স্মৃতি আমার মনের মধ্যে এমন একটি জায়গা তৈরি করে গেছে, যা সবার থেকে বেশি শক্তিশালী।
সবাই কি আমাকে বুঝবে? নাহ, হয়তো না। কিন্তু আমার অনুভূতিগুলো তো আমি অনুভব করছি, আর তাই আমার কাছে সেগুলোই সবচেয়ে সত্যি। কারো কাছে আমি কখনোও সেরা হতে পারিনি, কিন্তু আমি জানি, আমি যেমন ছিলাম, আমার অনুভূতিগুলো যেমন ছিল, আমি সেগুলোর প্রতি সৎ ছিলাম। একজন মানুষ, যখন সে নিজের সততা হারিয়ে ফেলে, তখন সে তার অস্তিত্বও হারিয়ে ফেলে।
আজ হয়তো কিছু ভুল সিদ্ধান্ত নিলাম, কিছু মানুষ হয়তো আমাকে ঠিকভাবে বুঝতে পারেনি, কিন্তু আমি জানি, নিজের প্রতি থাকলে, নিজের শোকে শিকার না হয়ে, নিজের শক্তি খুঁজে বের করলে—সব কষ্ট, সব দুঃখ একদিন একটা ভালো মুহূর্তে পরিণত হবে। তবুও, মানুষ কখনো কখনো হারায়, কিন্তু আমি হারাতে চাই না। হারাতে চাই না সেই ভালোবাসা, সেই বিশ্বাস, সেই শান্তি যা আমি নিজে থেকে পেয়েছিলাম। আমি জানি, ভালোবাসা কখনো মিথ্যা হয় না, সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করে।
কেউ হয়তো আমার প্রতি ভালোবাসা ফিরিয়ে দেবে না, আবার কেউ হয়তো আমাকে ভুল বুঝবে, কিন্তু আমি জানি,
2025-11-13 02:49:37