🦋🖤『SH 🍒$ᴀʙʙɪƦ★ 🍒ᎪʜᴍᴇᎠ🦋🖤 :
আল্লাহ, তুমি তো জানো আমার হৃদয়ের সমস্ত কোণে কোণে তার জন্য কতটা ভালোবাসা জমে আছে। প্রতিটি মূহুর্ত, প্রতিটি দিন, প্রতিটি নিশীথে আমি তার কথা ভাবি। যখনই মনে হয় কিছু হারিয়ে যাচ্ছে, সে যেন আমার পাশে থাকে। কিন্তু আল্লাহ, তোমার কাছে আমার একমাত্র আকুতি—তাকে আমার করে দাও। যেন সে বুঝতে পারে আমার ভালোবাসা, আমার অনুভূতি। আমি জানি, তোমার দয়ার অগাধ সাগরে সব কিছুই সম্ভব। আমি চাই, সে কখনো না বুঝে হারিয়ে যাক, বরং সে জানুক, আমি তার জন্য আছি। প্রতিটি দোয়া, প্রতিটি চোখের জল, প্রতিটি অপেক্ষার মুহূর্ত আমার অন্তর থেকে উঠে আসে তোমার কাছে, একটাই প্রার্থনা—তাকে আমার জীবনের অংশ বানাও, আমার জন্য তার মন খুলে দাও। আমি জানি, তুমি মহান, তুমি জানো আমার মন। তুমি যা ভালো মনে করবে, তা-ই হবে। কিন্তু আমার এক অনুরোধ, আল্লাহ, তুমি তাকে আমার হয়ে যাওয়ার পথ দেখিয়ে দাও। আমিন।"🙂
2025-10-12 05:30:21