🚩@Jora-pata-J🇧🇩                                        : 
                                    আমি শব্দহীন এক অভিমান,
যার ভাষা কেউ কখনো বুঝেনি,,
আমি অনুভূতির অতল গহিনে,
ডুবে থাকা এক নির্বাক কয়েদি,,
আমি হারিয়ে যাওয়া এক চিঠি,
যা পৌঁছানোর আগেই ছিড়ে ফেলা হয়েছে,,
আমি এমন এক ফুল,
যা ফোঁটার আগেই ঝরে গেছে,,
আমার রঙহীন এক জীবন,
যেখানে কেউ রঙ ছড়াতে আসেনি,,
আমি এক শূন্য কোলাহল,
যার আওয়াজ কেউ কখনো শুনেনি!!
কপি টু রিপোস্ট করে দিলাম!!👍
                                
                                2025-10-11 12:36:15