°__ব্যার্থ কবি__°📔✒️ :
\\_তুমি দূরত্ব চেয়েছিলে,আর আমি দূর থেকে তোমাকে চাইলাম। "দূরত্বের নামে তুমি মুক্তি পেলে, আর আমি বন্ধি হলাম তোমার স্মীতির ভিতর। ওপরওয়ালা তোমার চাওয়াটা নিদারুণ ভাবে পূরণ করে দিলেন, অবশ্য আমার চাওয়াও পূরণ করেছেন। ওনার নিকট যে তোমার সকল চাওয়া পূর্ণতা চেয়েছিলাম ----এই উছিলায় হয়তো তোমার আমার থেকে দূরত্বের চাওয়া টাও পূরণ হয়ে গেল। আমি তোমাকে চেয়ে গেলাম চেয়ে যাব। হয় দুনিয়ার জন্য ,না হয় ওপারের জন্য। অভিযোগ ফুরায়, অধিকার ফুরায়, তবুও মায়া ফুরায় না! মানুষের জীবনের সব চাওয়া কি আর পূর্ণ হয়, পছন্দের জিনিস মাঝেমধ্যে দূর থেকেও দেখতে হয়,ভালবাসতে হয়, ভালো রাখতে হয়, তুমি হয়তো কাছে নেই তো কি হয়চে!এই পৃথিবীর কোনো এক প্রান্তে তো তুমি আছো, আমি শেষ অব্দি বলবো,? মৃত্যুর আগ পর্যন্ত বলবো, তোমাকে ভালোবেসেছিলাম ভালোবাসি,ভালোবেসে যাবো! পাওয়া না পাওয়ার হিসাব করে ভালোবাসা হয় না, পেতে হবে তারপর ভালবাসতে হবে বিষয়টা এরকম না, তোমাকে আমি না পেতেও পারি! তুমি আমার না হতেও পারো, বিশ্বাস করো তোমাকে ভালোবেসেছি,ভালোবাসি,ভালোবেসে যাব,! মৃত্যুর আগ অব্দি বলব আমি তোমাকে ভালোবাসি। হয়তো বাস্তবিক জীবনে তুমি অন্য কারো হয়ে যেতেই পারো,! আমি হয়তো বা অন্য একটা মানুষকে মেনে নিতেই পারি কিন্তু মনের মাঝে একটা ভালোবাসা সম্মান শ্রদ্ধা তোমার জন্য থেকেই যাবে সারা জীবন:)🥺❤️🩹😓
2025-11-05 15:41:43