H e a r t Momentsシ :
তই চাই ভুলে যেতে, তোমার স্মৃতি যেন পিছু ছাড়ে না।”
এটা এক অবর্ণনীয় অনুভূতি, যেন কোনো এক অদৃশ্য শক্তি আমাকে তোমার স্মৃতির সাথে বেঁধে রেখেছে। সব কিছু বদলে গেছে, সময় চলে গেছে, কিন্তু কেন জানি না, তোমার মুখটা, তোমার হাসিটা, তোমার অজানা শেকড়গুলো আমার ভেতর প্রতিনিয়ত জীবন্ত। আমার মনে হয়, যতই আমি তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করি, তোমার প্রতিটি ছোট ছোট মুহূর্ত যেন আরও তীব্র হয়ে ফিরে আসে।
কখনও মনে হয়, এই স্মৃতিগুলোর ভার থেকে মুক্তি পেলে আমি হয়তো কিছুটা শ্বাস নিতে পারব। কিন্তু যখনই নিজেকে কিছুটা ভেঙে ফেলি, তখনই তোমার মুখটা যেন সামনে এসে দাঁড়ায়, সেই সব কথা, সেই সব অল্প সময়ের হাসি বা নীরবতা, মনে হয় যেন আমাকে আবারো নিজের মধ্যে ফিরিয়ে নিয়ে যায়।
কখনো কখনো মনে হয়, তোমার স্মৃতির মধ্যে লুকিয়ে থাকা সেই অদ্ভুত আনন্দটাই ছিল আমার জীবনের একমাত্র সত্যি। আমি জানি, তোমার স্মৃতির পেছনে ছুটে যাওয়া কোনোদিন শেষ হবে না। তবুও, কিছু স্মৃতি কখনোই আমাদের ছেড়ে যায় না, যেন তারা এক অমোঘ বন্ধনে আমাদের মনের ভিতর ঠিকঠাক জায়গা করে নেয়।
তোমার স্মৃতি কখনোই শুধু অতীত হয়ে থাকে না, তা সময়ের সাথে আরও জীবন্ত হয়ে উঠে, আমাদের হৃদয়ে, আমাদের প্রতিটি সৃষ্টিতে। হয়তো এটাই জীবন, এমনকি কষ্টের মধ্যে থেকেও আমাদের সাথে এমন কিছু থাকে, যা কখনো মুছে যায় না।😅
2025-10-11 19:11:46