স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করি :
তোমার ঐ টানাটানা দুটি চোখ,কাজল কালো অবরণে যাদু করা দুটি চোখ,যে চোখের ভাষা বুঝা বড়ই দায়,চোখ তো নই যেন এক মায়ায় আবরণে ঢাকা,বুঝতে পারি না ঐ চোখের ভাষা যেন পাগল করে দেয় তোমার ঐ চোখের চাহনী,চোখ তো নই যেন একটা নেশা,তোমারী ঐ দুটি,চোখে,তোমার চোখের জাদুতে মনে হয় রাতের আকাশের সব তারা লুকিয়ে গেছে,তোমার হাসি এমনই, যেন বসন্তের সকালে প্রথম সূর্যের আলো,তোমার রূপের ছোঁয়ায় মুহূর্ত হয়ে ওঠে পৃথিবীর সমস্ত সৌন্দর্য তুমি শুধু সুন্দর নও, তুমি সুন্দরের সংজ্ঞা,তোমাকে দেখলে পৃথিবী থমকে দাঁড়ায়,তোমার সৌন্দর্যে চোখ জুড়ায়,আর তোমার ভঙ্গিতে হৃদয় কেঁপে ওঠে
2025-10-13 17:29:26