Br̤o̤k̤e̤n̤ D𝐫𝐞𝐚𝐦 🎋 :
প্রিয়..!🤍
ছেঁড়ে যেও না আমায়...!
তোমাকে পেতে আমার হৃদয় কত পথ পেরিয়েছে, কত স্বপ্ন ভেঙে আবার গড়েছে—শুধু জানি, তোমাকে হারানোর কথা ভাবলেই আমার ভেতরের সব আলো নিভে যায়।
ঝগড়া হোক, রাগ হোক, অভিমান হোক—এসব শুধু ভালোবাসারই অন্য রূপ। আমি সব মানিয়ে নেব, সব ভুলে যাব, শুধু তুমি থেকো আমার পাশে। তুমি না থাকলে আমার সকাল অন্ধকারে ডুবে যায়, রাতগুলো অর্থহীন হয়ে যায়। তোমার কণ্ঠ শুনলেই বুকের ভেতর যে শান্তি নেমে আসে—সে শান্তি ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারব না। হয়তো আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারি না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি।
এমন ভালোবাসা যা শব্দে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। আমার জীবনযাত্রা যতই কঠিন হোক, তোমার হাত ধরে থাকলে আমি সব লড়াই জিতে যাব। আজীবন তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দিলাম। তুমি শুধু আমার হয়েছো, কারণ তোমাকে ছাড়া আমার পৃথিবী অসম্পূর্ণ, তুমি আর আমি—একটা অপূর্ণতার গল্প💞
2025-10-13 18:07:34