𓆩🍁𓆪 ডিলার মামা 𓆩🍁𓆪 :
তুমি চলে যাওয়ার পর আমি বদলে গেছি, সত্যিই অনেকটা বদলে গেছি। হয়তো আজও তোমাকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা বুকের গভীরে চেপে রাখি-আর মুখে বলার সাহস করি না।
তোমার প্রতি অভিমান আজও রয়ে গেছে, কিন্তু আর সেই অভিমানগুলো দেখানোর মতো রাগটা নেই।
সত্যি বলতে, তোমার সাথে কথা বলতে ইচ্ছে হয়, খবর নিতে ইচ্ছে হয়, কিন্তু শিখে গেছি-ইচ্ছে গুলো নিজের মধ্যে মেরে ফেলতে হয়।
আজও মাঝে মাঝে তোমার খোঁজ নিতে ইচ্ছে করে, কিন্তু বুঝে গেছি-সেই খোঁজের আর তোমার কোনো দরকার নেই।
মাঝে মাঝে মনের ভেতর অজানা এক কষ্ট উঁকি দেয়, যে কষ্ট কাউকে বলতে পারি না, শুধু নীরবে হাসি দিয়ে লুকিয়ে রাখি। হয়তো হাসির আড়ালে ভেতরটা ফাঁকা, তবুও বাঁচতে শিখে গেছি।
হ্যাঁ, আমি বদলে গেছি-কিন্তু এই বদল আমাকে শিখিয়েছে, কেউ ছাড়া বাঁচাও সম্ভব, আর কষ্ট নিয়ে ও হাসতে হয়... নিজের জন্যই, বেঁচে থাকার জন্যই।
2025-10-15 14:50:27