@dip__08official_: আজকে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি 😔 এই ভিডিওটা অক্টোবর এর ৭ তারিখ এর ভিডিও । ভেবে ছিলাম আমি মনে হয় আর আমার ভালোবাসাকে ফিরে পাবো না। আর ওর কিছু হলে দুজন এক সাথে হাত ধরেই যেতাম। কারণ আমরা বলে ছিলাম দুজন এক সাথে বয়স কাল পর্যন্ত বাচবো এবং আমাদের যেন এক সাথেই মরণ হয় 😭 কিন্তু ৭ তারিখ ওর যেমন অবস্তা হয়ে ছিলো ভেবে ছিলাম আমাকে একা করে চলে যাবে। লাইফ সাপোর্টে ছিলো। তখন আমি ভগবানকে বললাম যে আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমিই ওরে সুস্থ করে দিবে ।আর আমি জানি আমার ভালোবাসা আমাকে কোনো দিনো এক ফেলে যাবে না। তাই ও মৃত্যুর সাথে পাঞ্চা লরে মৃত্যুর সাথে লরাই করে আর ভগবান এর কৃপায় আমার ভালোবাসা আবার আমার বুকে ফিরে এসেছে। আর ও এখন অনেকটা সুস্থ ওর জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন । আর আমি এতটুক বুঝলাম ভালোবাসা যদি সত্যি হয় বৃদ্ধ বয়স এবং এক সাথে মরন হয়। আমি সত্যি খুব ভাগ্যবান তোমার মতো একটা জীবন সঙ্গী পেয়ে 😭❤️#mama_vs_vagni