°__ব্যার্থ কবি__°📔✒️ :
°\\_ ঘুমাই নাই, তুমি এসে ফিরে যাবে বলে…"যখন কাউকে নিয়ে এতটা ভাবি, তার প্রতি অনুভূতির গভীরতা এত বেশি হয় যে, রাতের নিস্তব্ধতায়, নিজেকে একা অনুভব করি। ঘুম আসেনি, মন কোনোভাবেই শান্ত হতে চায় না। তোমার কথা ভাবতে ভাবতে রাত কেটে যায়, আর আমি জানি, তুমি হয়তো চলে যাবে, ফিরে যাবে তোমার নিজের জীবনে, যেখানে আমি আর থাকবো না। কিন্তু, আমি কেন যেন বিশ্বাস করতে পারি না যে তুমি সত্যিই চলে যাবে। হয়তো এটা বিশ্বাস নয়, একটা অদ্ভুত আশার মতো, যা জানিয়ে দেয়, হয়তো তুমি আবার ফিরবে, আবার একসাথে থাকব।
শুধু কি সেই আশায় ঘুমাতে পারি না? এটা আরও কিছু। এক ধরনের অদৃশ্য শূন্যতা, যা তোমার অনুপস্থিতিতে তৈরি হয়। যতটা জানি, তুমি তোমার পথে চলবে, ততটাই অনুভব করি, তোমার সান্নিধ্য আমার জীবনে এক অমূল্য উপহার। সেই উপহারটা যখন আমি হারাতে বসি, তখন আমার ভেতরের প্রতিটি অঙ্গ যেন ভারী হয়ে যায়। তবুও, এই যন্ত্রণা সহ্য করতে হয়। তুমি চলে গেলে, আর আমি এই শূন্যতায় হারিয়ে যাই।
তুমি ফিরে যাবে, সেটা আমি জানি। জীবনের কিছু অংশ হয়তো এভাবেই শেষ হয়। একসময়, যার সাথে কথা বলতাম, যার হাসিতে দিন শুরু হতো, তার কাছে ফিরে যাবার একটা চাওয়া থেকে যায়। কিন্তু সেটা জানি, হয়তো পূর্ণ হবে না। ঘুম আমার চোখে আসে না, কারণ তোমার চলে যাওয়ার চিন্তা আমাকে কষ্ট দেয়, আর আমি জানি, তুমি চলে গেলে আমার রাতগুলো আরো অন্ধকার হয়ে যাবে। তুমি চলে গেলেও, আমার মনে থাকবে তোমার প্রতিটি মুহূর্ত—এমনটা হয় না, যখন কাউকে এত ভালোবাসা যায়।
এতক্ষণে যখন ভাবি, "তুমি চলে গেলে, তবুও এই স্মৃতি কি চলে যাবে?" উত্তরে কিছুই থাকে না। সেই স্মৃতিগুলিই আমার সাথে থেকে যাবে, যেখানেই আমি যাব। তুমি ফিরে যাওয়ার পরও, আমার ভেতর তোমার উপস্থিতি কখনোই মুছে যাবে না। তোমার চলে যাওয়ার বেদনায়, এই ঘুম না আসা রাতগুলোতে, একটাই কথা মনে হয়—তুমি চলে গেলে, আমি শুধু তোমার মায়ায় হারিয়ে যাবো:)🙂💔😅
2025-10-13 19:48:06