সুখে আমার বুক ভেসে যায় ভালবাসার কান্নায় সারা জীবন বাসব আমি এই সুখেরই বন্যায় আজ শুধু মনে হয়ও এ জীবন কিছু নয় তুমি ছাড়া একদিনও বেঁচে থাকা দায় সুখে আমার বুক ভেসে যায় ভালবাসার কান্নায় সারা জীবন বাসবো আমি এই সুখেরই বন্যায় তুমি এমনই সজন যাকে দিয়েছি এই মন এই জনমে তোমাকে চাই 😭😭