❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
তোমাকে এখনো অনেক ভালোবাসি… এই কথাটা হয়তো তোমার কাছে এখন একদম অর্থহীন, কিন্তু আমার কাছে এটাই বেঁচে থাকার কারণ। তুমি জানো, আমি প্রতিদিনই নিজেকে বোঝাই — তুমি আমাকে ভালোবাসো না, তাই ভুলে যাওয়া উচিত… কিন্তু হৃদয়ের কিছু অংশ আছে, যেগুলো যুক্তি মানে না। সেখানে এখনো তোমার নাম লেখা, তোমার হাসির ছায়া লেগে আছে।
তুমি অন্য কারও সাথে সুখে থাকো, সেটাই কামনা করি… তবু রাতে যখন একা থাকি, মনে পড়ে যায় — আমি এক সময় তোমার পৃথিবী ছিলাম। আমি জানি, আজ তুমি আমার নয়, কিন্তু আমি এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি, সেই একই পাগলামি নিয়ে, একই নিরবতায়, একই অজুহাতে।
আমার ভালোবাসা হয়তো তোমার জন্য কোনো মানে রাখে না, কিন্তু আমার কাছে এটা পুরো একটা জীবন। আমি তোমাকে চেয়েছিলাম চিরদিনের জন্য, আর তুমি শিখিয়ে দিয়েছো — “চিরদিন” বলতে কিছু থাকে না, তবু কিছু ভালোবাসা সময়কেও হার মানিয়ে চিরদিন বেঁচে থাকে… ঠিক যেমন আমি আজও তোমার জন্য বেঁচে আছি। 💔🌧
2025-10-13 10:03:09