@aruu___2.0: LOYALTY? তুমি আমার লয়ালিটির প্রশ্ন করো..? যেই যুগে রাস্তায় বের হলেই দেখা যায় ছেলে মেয়ে হাত ধরে হাঁটছে, ঘুরছে, একে অপরকে জড়িয়ে ধরছে, একজনকে সময় দিয়ে আবার আরেক জনকে ডাবল টাইমিং করছে, সেই যুগে এসে আমি তোমার অপেক্ষায় আছি, কবে তোমায় এক পলক দেখতে পাবো। কবে তোমায় সামনা সামনি ছুঁতে পারবো, কবে আমাদের এই দূরত্ব শেষ হবে'.?