❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
বুকের এক পাশে তুমি, আরেক পাশে তোমার দেওয়া দুঃখ..."
ভালোবাসা এমন একটা জিনিস, যেটা কখনও ফুলের মতো কোমল, আবার কখনও কাঁটার মতো বিধে যায় হৃদয়ে। তুমি ছিলে সেই আলো, যেটা আমার অন্ধকার জীবনে একটু আশার ঝলক এনেছিল। অথচ আজ... সেই আলোই যেন চোখ জ্বালিয়ে দেয়, সেই হাসিই এখন কান্নার কারণ।
তুমি বলেছিলে ভালোবাসো, আমিও বিশ্বাস করেছিলাম। হয়তো সেটা আমারই ভুল ছিল—ভালোবাসাকে চিরকাল ধরে রাখার চেষ্টা করেছিলাম, অথচ তুমি ধরে রাখার বদলে ফেলে দিলে।
তুমি যখন ছিলে, পৃথিবীটা সুন্দর লাগত। এখনো লাগে, কিন্তু সে সৌন্দর্যে আমি নেই, নেই আমাদের সেই সময়গুলো। আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে তোমার কথা মনে পড়ে, চোখ ভিজে যায়, আর আমি চুপচাপ তাকিয়ে থাকি অন্ধকারে...
তুমি নেই, কিন্তু তোমার ছায়া এখনো বুকের ডান পাশে বাস করে। আর বাম পাশে জমে আছে সব অতীতের কষ্ট।
ভালোবাসি—এই শব্দটা এখনো আমার মনে বাজে, কিন্তু জানি না সেটা তোমার জন্য নাকি তোমার স্মৃতির জন্য।
শেষ পর্যন্ত শিখে গেছি—সবাই পাশে থাকে না, আর যাদের ধরে রাখার চেষ্টা করি, তারা হয়তো থাকতেই চায় না।❤️🩹🫶🫀
2025-10-14 09:08:45