কবি মশাই📝 :
@কবি মশাই📝:প্রিয়,
তোমার বিকল্পে যদি পুরো পৃথিবীর সৌন্দর্যও এনে দেয়, তবুও আমি চোখ তুলে তাকাবো না। কারণ আমার চোখ অভ্যস্ত শুধু তোমার মুখ দেখতেই, আমার মন শান্তি পায় শুধু তোমার হাসিতে।
তুমি আমার জীবনের এমন এক অধ্যায়, যেখানে অন্য কোনো চরিত্রের স্থান নেই। তুমি আমার গল্পের শুরু, মাঝখান আর শেষ—সবকিছুই তুমি। 🌸
মানুষ বলে ভালোবাসা নাকি কষ্ট দেয়, কিন্তু আমি বলি, তোমাকে ভালোবাসা মানে নিজেকে খুঁজে পাওয়া। তুমি আছো বলেই এই পৃথিবীটা সুন্দর লাগে, নিশ্বাস নিতে ভালো লাগে, বাঁচতে ইচ্ছে করে।
যেদিন প্রথম তোমার চোখে চোখ রেখেছিলাম, সেদিনই বুঝেছিলাম—আমি হারিয়ে গেছি এক জীবনের মতো গভীর ভালোবাসায়। তোমার নাম এখন আমার হৃদয়ের প্রতিটা স্পন্দনে বাজে।
তুমি থাকো আমার পাশে, আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি—
তোমার বিরহে যদি বিশ্বসুন্দরীও আসে, তবুও আমি চোখ ফিরিয়ে বলবো, “আমি তাকে নয়, শুধু আমার প্রিয়জনকেই চাই।” ❤️
2025-11-12 18:13:05