খারাপ সময় যাদের পাশে পাবো বলে ধারণা করে রেখেছিলাম তাদের কখনোই পাশে পাইনি 'ডাক দিয়েছি যতবার 'ততবারই সবাই কৌশলে বুঝিয়েছে সম্ভব না 'আবার এমন কিছু মানুষকে পাশে পেয়েছি যাদের কখনো গুরুত্বপূর্ণ মনে করিনি 'নিজের থেকে কোনদিন এক কাপ চায়ের দাওয়াত ও দেইনি 'অথচ তারা ঠিকই বিপদ শুনে চুটে এসেছে! মানুষ চেনার ব্যর্থতা আমাকে সব সময় আপনহীনতায় ভোগ্যায় -😅💔