❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹                                        : 
                                    চোখে তোমার ছিল যাদু, মুখে ছিল মায়া — সেই মায়ায় হারিয়ে গিয়েছিলাম আমি। তুমি যতবার দূরে সরে গেছো, আমি ততবার নিজেকে তোমার কাছে টেনে এনেছি। জানি, এ ভালোবাসা একপাক্ষিক, জানি, তোমার চোখে আমি কেবল এক স্মৃতি... তবুও মনটা মানে না।
তুমি ব্যথা দিলে, আমি কেঁদে হেসেছি; তুমি চুপ থাকলে, আমি তোমার নীরবতাকেও ভালোবেসেছি। হয়তো আমি পাগল, হয়তো বেহায়া, কিন্তু এই পাগলামিতেই আমার প্রেম বেঁচে আছে।
ভালোবাসা যদি ভুল হয়, তবে আমি বারবার সেই ভুল করতে চাই — তোমার জন্য, তোমার নামের জন্য, আর সেই অচেনা ভালোবাসার জন্য, যেটা আজও আমার নিঃশ্বাসে বেঁচে আছে... 💔🌙
                                
                                2025-10-16 09:19:55