🧩 গল্পটা কী বলে:
১৯৫৪ সালে নাকি টোকিও বিমানবন্দরে এক যাত্রী ধরা পড়ে।
তার পাসপোর্টে লেখা “Taured” নামের দেশ, যা পৃথিবীর মানচিত্রে নেই।
ইমিগ্রেশন অফিসাররা তাকে একটি হোটেলে রাখে তদন্তের জন্য।
পরদিন গিয়ে দেখে—সে মানুষটা উধাও!
দরজা-জানালা বন্ধ, কোনো চিহ্ন নেই।
🕵️♂️কিন্তু বাস্তবে কী ঘটেছে:
এই ঘটনার কোনো সরকারি রেকর্ড, সংবাদ প্রতিবেদন, বা বিমানবন্দরের রিপোর্ট কোথাও নেই।
পরবর্তীতে ফ্যাক্ট-চেকাররা প্রমাণ পায় এটা সম্পূর্ণ গল্প (fiction), পরে অসংখ্য ইউটিউব ও টিকটক ভিডিও এই কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে।
সাম্প্রতিক “আমেরিকায় বন্দী হওয়া মহিলা” ভিডিওটাও আসলে এই পুরনো গল্পের আধুনিক AI-রিমেক।
2025-10-14 15:55:18
0
To see more videos from user @runa.humayun, please go to the Tikwm
homepage.