ভূতের দাদা :
এই খবরে অনেকে হাসাহাসি করছেন, এখানে হাসার কিছু নাই!! টাইম ট্রাভেলের মাধ্যমে কিংবা ওয়ার্মহোলের মাধ্যমে এমন ঘটনা ঘটতে পারে!!!! মহাবিশ্ব অনন্ত রহস্যে ভরপুর। আমরা এই মহাবিশ্বের ০.০০০০০০০১% সমন্ধেও কিছুই জানি না। আমি একজন মুসলিম। আমি বিশ্বাস করি। কারণ মহান আল্লাহ আল কোরআনে বলেছেন,"তিনি সাত আসমান সৃষ্টি করেছেন এবং অনুরুপ সংখ্যক পৃথিবী, তাদের উপরেও আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়"। আমরা পৃথিবীবাসী মিল্কিওয়ে গ্যালাক্সির অধীনে আছি। এই মিল্কিওয়ে গ্যালাক্সিতেই রয়েছে পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ। আবার এই মহাবিশ্বে রয়েছে, মিল্কিওয়ে গ্যালাক্সির মতো হাজারো কোটি গ্যালাক্সি!! সেইসব গ্যালাক্সির কোন না কোন গ্রহে আমাদের পৃথিবীর মতো পৃথিবী কিংবা মানুষের মতো মানুষ বা অন্য কোন জীব থাকতে পারে; যা আমরা এখনও আবিস্কার করতে পারি নাই!! হয়তো অদূর ভবিষ্যতে আবিস্কার হতেও পারে, আবার নাও হতে পারে। কারণ কোরআনের ভাষায় "আমি মানুষকে সামান্য জ্ঞানের অধিকারী করেছি"। এই সামান্য জ্ঞান দিয়ে আল্লাহর সৃষ্টির বিশালতা অনুধাবন করা সম্ভব নয়!! আলোর গতি প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল!! এই গতিতে আলো মিনিট, ঘন্টা, দিন, মাস ও শেষে ১ বছরে যতোটুকু পথ অতিক্রম করবে, তাকে এক আলোকবর্ষ বলা হয়। মহাবিশ্বের এক গ্যালাক্সি হতে আরেক গ্যালাক্সিতে যেতে আপনি যদি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল গতিতেও যাত্রা করেন, তবুও আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সি হতে পার্শ্ববর্তী এন্ড্রোমিডা গ্যালাক্সিতে যেতে সময় লাগবে হাজারো কোটি আলোকবর্ষ!! আপনার চিন্তা-চেতনার মাধ্যমে কল্পনা করতে পারেন, এই মহাবিশ্বের বিশালতা কতো বড়!!! মহান আল্লাহপাক, কোথায় জান্নাত, আর কোথায় জাহান্নাম তৈরী করে রেখেছেন!! পারবেন কোনদিন আবিস্কার করতে??? একজন মানুষের আয়ু যদি কোটি কোটি বছরও হয়, তবুও সেই আয়ুস্কালেও সৃষ্টির বিশালতার শেষ খুঁজে পাওয়া যাবে না!! অনন্ত এই মহাবিশ্বের কোথায় কোন গ্রহে কোন জীব বা অন্যকোন মানুষ মহান আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, তা আমরা কোন দিনও আবিস্কার করতে পারবো না!!! যদি আল্লাহ টাইম ট্রাভেল বা ওয়ার্মহোলের মাধ্যমে ভিন গ্রহের প্রানীদের আমাদের নিকট না পাঠায়, তবে আমরা কোনদিন তা জানতেও পারবো না। "আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়, তিঁনি শাশ্বত ও চিরঞ্জীব""!!!
2025-10-15 03:48:00