ভোর রাতের এখন গায়ে কাঁথা দেওয়া লাগে. শীত লাগে হালকা। ফ্যানের স্পিড কমিয়ে দেও লাগে।দিনের বেলা এখন আর গরম লাগে না আগের মতো গ্রামের সাইডে সন্ধ্যা হতে হতে কুয়াশা ভাব চলে আসে। আহাহাহা!শীতকাল আসতেছে. সবচেয়ে প্রিয় সীজন শীতের সাথে সাথে জীবনের শান্তি আসুক...!!❤️🩹🌺
2025-10-15 01:45:25
9
Md Shujon :
জীবনের শান্তিটুকু যে ব্যস্ততার শহরে হারিয়ে গিয়েছে 😌
2025-10-15 13:55:31
8
🤡Shakib On Fire💢 :
ক্যাপশন আর মিউজিক একসাথে জাস্ট অন্য রকম একটা ফিল চলে আসলো মনের ভিতর 😊🌸
2025-10-15 15:51:15
4
☘️🌺❤️ নাসিম বিনা❤️🌺☘️ :
সবচেয়ে উওম মাস হচ্ছে রমজান মাস সেহেরি করা,, তারপর ইফতারে সময়ের কিছু আগে একটা ফিল আসে আলহামদুলিল্লাহ 🥰🥰🥰🥰
2025-10-16 04:48:18
3
👷♂️✈️✈️প্রবাসী বউ ✈️✈️👷♂️ :
এই শিত কাল আসলে আমার দাদু আমি আমরা সবাই রোদে উঠানে বসে গল্প করতাম আর এখন আমার সেই দাদুভাই ই আর নাই দুনিয়া 😭😭😭 আল্লাহ ওপারে দাদুকে ভালো রেখো 🤲🤲🤲
আমার খুব পছন্দের ঋতু শীত।
বিশেষ করে গ্রামে গেলে পরে শীতের আসল মজা পাওয়া যায়। শীতের সকালে মিষ্টি রোদে বসে,মায়ের হাতের পিঠা।পিওর খেজুরের রস।
ভেবেই আনন্দ পাচ্ছি।