❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
ভালোবাসা সবাই পায়, কিন্তু চিরকাল পাশে থাকার মানুষটা খুব কম মানুষই পায়…"
জীবনে অনেক মানুষ আসে, কারও হাত ধরার অনুভূতি মধুর, কেউবা শুধুই ক্ষণিকের অতিথি। প্রথমদিকে সবাই আপন হয়ে ওঠে, মনে হয় — হ্যাঁ, এ মানুষটাই বুঝি শেষ পর্যন্ত থাকবে। কিন্তু সময়ের সাথে সাথে চেনা মুখগুলোই অচেনা হয়ে যায়। কথাগুলো কমে যায়, অনুভবগুলো ফিকে হয়ে যায়, আর একসময় বুঝে ফেলি — ভালোবাসা পাওয়া যতটা সহজ, সেই ভালোবাসাকে ধরে রাখা, সেই মানুষটাকে আগলে রাখা, সেটা কত কঠিন।
সবাই চায় ভালোবাসতে, কিন্তু কজন চায় একসাথে সবটা সহ্য করতে? ঝগড়া, ভুল বোঝাবুঝি, দূরত্ব, সময়ের অভাব — এগুলো পেরিয়ে কেউ যদি থেকে যায়, তাকেই বলে "নিজের মানুষ"। তারা হয়তো প্রতিদিন ভালোবাসা বলবে না, কিন্তু বিপদের দিনে হাত ছাড়বে না। তারা হয়তো সবসময় হাসাবে না, কিন্তু চোখের জল মুছতে ঠিকই পাশে থাকবে।
আজকাল মানুষ শুধু থাকার জন্য থাকে না, প্রয়োজন ফুরালে হেঁটে চলে যায়। তাই কারো ভালোবাসায় মুগ্ধ হওয়ার আগে একটু ভাবা উচিত — সে কি শুধু ভালো সময়ের সঙ্গী, নাকি খারাপ সময়েও ছায়া হয়ে পাশে থাকবে?
শেষে গিয়ে আমরা সবাই একটা "স্থায়ী" মুখ খুঁজি, যে মুখটা হাজার ঝড়ের মাঝেও বলবে — "তুই থাক, আমি আছি"। যদি এমন কাউকে পেয়ে থাকো, তাকে ধরে রেখো। কারণ ভালোবাসা তো অনেকেই দেয়, কিন্তু শেষ পর্যন্ত 'পাশে থাকা মানুষ' পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।😅💔
2025-10-16 15:39:20