☠️🔪 Tattoo RIYAZ ☠️🔪 :
আমাকে কেনো ভালোবাসলে না…”
একটা প্রশ্ন, যেটার উত্তর আমি আজও খুঁজে পাইনি। হয়তো আমি খুব সহজ ছিলাম, খুব সত্যি ছিলাম, তাই আমার ভালোবাসাটা তোমার কাছে সাধারণ মনে হয়েছিল। আমি ভেবেছিলাম, অনুভূতি মানেই দু’জনের গল্প—কিন্তু তুমি তো একাই লিখে ফেললে সমাপ্তিটা।
জানো, আমি প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করি—হাসি মুখে সবাইকে বোঝাই আমি ঠিক আছি, কিন্তু রাতে যখন একা হই, তখন বুকের ভেতর একটা নীরব কান্না বেজে ওঠে। মনে হয়, আমি কি এতটাই অপ্রয়োজনীয় ছিলাম তোমার জীবনে? আমি কি শুধু একটুখানি সময়ের ভুল ছিলাম?
আমি ভালোবেসেছিলাম সত্যি মনে, কোনো শর্ত ছাড়াই। তোমার প্রতিটি ছোট সুখে হাসতে পারতাম, তোমার কষ্টে নিজেরটা ভুলে যেতাম। কিন্তু তুমি? তুমি শুধু চলে গেলে—একবারও ফিরে তাকালে না, একবারও ভাবলে না কেউ হয়তো তোমার চলে যাওয়ায় ভেঙে যাবে।
আজও আমি তোমার জন্য খারাপ চাই না… শুধু চাই, একদিন তোমার চোখে আমার মতো কারো চোখ পড়ুক, আর তুমি বুঝে যাও—ভালোবাসা হারিয়ে ফেলা কেমন লাগে। তখন হয়তো তুমি একটু হলেও বুঝবে, “আমাকে কেনো ভালোবাসলে না” এই প্রশ্নের ভার কতটা গভীর। 💔🥹
2025-10-15 20:56:16