★_সপ্ন তাকে নিয়েই দেখো_★ :
আমার জীবনে একদিন এমন একজন মানুষ এসেছিলো।বেশিদিনের জন্য নয়,কয়েক মূহুর্তের জন্য।সে নিজে থেকেই এসেছিলো,খুব কাছে এসেছিলো,মিশে গিয়েছিলো।যেনো আমি তাকে যুগ যুগ ধরে চিনি।দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলতাম।তার মেসেজের অপেক্ষায় আমার চোখ সব সময় ফোনের দিকে আটকে থাকতো।।
আর যখন তার মেসেজ আসতো,জীবনের সমস্ত ব্যস্ততা হঠাৎ করে হারিয়ে যেতো।আমি এখনো জানি না,কেনো সে আমার জীবনে এসেছিলো?
হয়তো সে ভুল করে আমার জীবনে এসেছিলো।তাই হয় তো একদিন একটা অযুহাত রেখে চলে গেলো।যদি থাকার ইচ্ছে থাকে তাহলে,হাজার কষ্টের মাঝেও মানুষ থেকে যায়।আর যদি চলে যেতে চায়,তাহলে একটা অযুহাতই যথেষ্ট।।
তুমি জানো কি?
তুমি আমাকে ছেড়ে চলে গেছো তাতে আমার কোন আপসোস নেই,শুধু একটা প্রশ্ন এখনো হৃদয়ে জ্বলে, কেনো আমি তোমাকে চিনতে পারি নি?আর চিনবোই বা কি করে,তুমি তো মিথ্যা ভালোবাসার অভিনয়ে সেরা ছিলে।।
হয়তো,তুমি ভুল ছিলে না।হয়তো এটাই ছিলো তোমার প্রতি আমার ভালোবাসা।তুমি অভিনয় করে জিতেছো,আর আমি তোমাকে বিশ্বাস করে ঠকেছি।।
জীবনের সবথেকে বড় ভুল করেছি আমি তোমাকে ভালোবেসে,অন্ধের মতো বিশ্বাস করে।শেষে যে তুমি আমাকে অন্ধই প্রমাণ করবে সে'টা জানা ছিলো না।তবে আমি চাই এই ভুলটি আমার বাকি জীবন ধরে থাকুক। তুমি আমাকে ভালোবাসার এমন সাধ দিয়েছো,যার ঋণ আমি কখনোই শোধ দিতে পারবো ন..! 🥹❤️🩹
2025-10-16 14:43:45