তোমার সাথে মন ভরে কথা বলবো বলে আমি কতকাল ধৈর্যের বাধ নির্মাণ করছি হৃদয়ে ' অথচ আমার অপেক্ষা ফুরায় না' তোমাকে দুচোখ ভরে দেখবো আমি দিন হিসেব করি ' দিন চলে গিয়ে মাস চলে আসে মাস পেরিয়ে বছর' আমার আর অপেক্ষা ফুরায় না ' আমার ধৈর্য শক্তি কম অপেক্ষায় থাকতে আমার ভিষণ কষ্ট হয় ' অথচ তোমাকে ভালোবেসে আমি ধৈর্যের পরীক্ষা দিচ্ছি ' অপেক্ষা বেশি যন্ত্রণা হলেও আমি আজকাল অপেক্ষা করতে জানি!
চারিদিকে দুঃখ পেয়েও আমি নীরব থাকি' তীব্র হতাশায় আমি দাঁতে দাঁত কামড়ে চুপ থাকি' মন খারাপে দিনে আমি নিজেকে ভীষণ ব্যাস্ত রাখি ' ভালোবাসা আমাকে ধৈর্যশীল করেছে ' শিখিয়েছে আদিম জাতীর মতো সেই ধৈর্য ধরার কৌশল!
তবুও আমি মাঝে মধ্যে হাঁপিয়ে ওঠি' অপেক্ষা যে যন্ত্রণার নিশ্চিত অপেক্ষা মানুষ কে করে তুলে চঞ্চল 'আর অনিশ্চিত অপেক্ষায় মানুষ হয়ে যায় হতাশ গস্ত ' বয়স ফুরায় সময় ফুরায় সবুজ পাতা ঝরে পরে' তার যৌবন ও ফুরিয়ে যায় ' অথচ দেখো আমার আর অপেক্ষা ফুরায় না..! 😅❤️🩹