RJ🥀Farhan🥀 :
কিভাবে ভুলে যাবো প্রিয়?
মানলাম তুমি আমার ভাগ্যে নেই.. মানলাম তোমাকে পাওয়া আমার কপালে লেখা ছিল না.. কিন্তু ভাগ্যের পাতার সেই শূন্যতা হৃদয়ের পাতায় মুছে যায়? তোমাকে ছাড়া আমার প্রতিটা সকাল যেন অসম্পূর্ণ, প্রতিটা রাত যেন নিঃশব্দ কবরের মতো। আমি যতই নিজেকে বোঝাই-সে ছিল না আমার জন্য, ততই তোমার স্মৃতি এসে বুকের ভিতরে ঝড় তোলে। আজও ঘুমের ভেতরে তোমার নাম ডেকে ওঠি, আর জেগে উঠে বুঝি-তুমি নেই। মানুষ ভাবে, সব সময় ভুলিয়ে দেয়... কিন্তু আমার কাছে সব সময় যেন তোমার স্মৃতিকে আরও গভীর করে তুলেছে। যতদিন বেঁচে আছি, ততদিন আমার নিঃশ্বাসে, আমার চোখের জলে, আমার হাসির আড়ালে-শুধু তুমি। জানো প্রিয়, আমি চাইলেই দূরে সরে যেতে পারতাম, কিন্তু তোমাকে ভুলে যাওয়ার মত নিষ্ঠুর হতে পারিনি। আমি শুধু তোমার জন্য জায়গা করে দিয়েছি আমার প্রতিটা কষ্টে, প্রতিটা শূন্যতায়। তুমি সুখে আছো কিনা জানি না, কিন্তু আমি এখন ও তোমার জন্য প্রতিদিন মরছি একটু একটু করে।
ভাগ্য আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু তোমাকে আমার ভেতর থেকে মুছে দিতে পারেনি। তুমি আমার গল্পের শেষ না হওয়া অধ্যায়...
তুমি আমার বুকের ভিতরে অপূর্ণতা.. তুমি আমার সেই স্বপ্ন, যা ভাঙলেও ভুলে থাকা যায় না। তুমি নেই তবুও তুমি আছো... আমার প্রতিটা ধ্বংসের মধ্য, আমার প্রতিটা নিঃশ্বাসে, শেষ দিন পর্যন্ত তুমি থাকবে...❤
2025-10-17 05:39:39