SHAJAHAN :
@ব্যর্থ আমার ভালোবাসা 💔:@যার জন্য রাতজাগা হতো, আজ সে অন্য কারো পাশে ঘুমায়…"
কখনও কখনও আমরা এমন কাউকে ভালোবেসে ফেলি, যার জন্য রাতের পর রাত নির্ঘুম কাটে। তার একটি মেসেজের অপেক্ষায় চোখের পাতা ভারি হলেও ঘুম আসে না। মন চায় সে একটু বলুক, "ভালোবাসি", একটু জানাক যে, আমিও তার জীবনে বিশেষ কেউ। প্রতিটা সাইলেন্ট মেসেজ, প্রতিটা আনরিপ্লাইড টেক্সটের পেছনে ছিল হাজারো না বলা কথা।
আজ সে নেই। আজ সে অন্য কারো পাশে ঘুমায়, অন্য কারো ডাকে জেগে ওঠে, অন্য কারো ভালোবাসায় হারায় নিজেকে। অথচ আমি এখনও সেই পুরনো চিঠির মতো পড়ে আছি — যেটা কেউ পড়ে না, তবুও ফেলা যায় না।
ভালোবাসা তো চাওয়ার নয়, দেওয়ার। দিয়েছিলাম নিঃস্বার্থভাবে… বিনিময়ে কিছু চায়নি, শুধু একটু থাকা চেয়েছিলাম। হয়তো আমি আজও অপেক্ষায় আছি — সেই ‘ভুল ঠিকানায় পাঠানো’ ভালোবাসার জন্য।
আমার রাতজাগা এখন শুধু আকাশের তারা গুনে সময় কাটানোর জন্য, কারণ যার জন্য একসময় রাত ছিল বিশেষ, আজ সে রাতটাই কাঁটা হয়ে বুকে বিঁধে থাকে।
তবুও দোয়া করি… সে যেন সুখে থাকে… কারণ ভালোবাসা আজও আছে, কিন্তু দাবি করার অধিকার নেই।💔😅
2025-10-21 14:32:03