ᴘɪᴄᴄɪ ꜱɪᴀᴍ🥹💝 :
😅💔তারপর আর কেউ আসেনি, আর কাউকে আমি আসতেও দেইনি।
কারণ আমার হৃদয়ের প্রতিটি কোণায় শুধু তুমি আছো। তোমার জন্য আমার ভালোবাসা আজও সেই আগের মতোই আছে,শুদ্ধ, গভীর আর অটুট। ভালোবাসলেই যে পেতে হবে, একসাথে থাকতে হবে, তা নয়। ভালোবাসা মানে কোনো শর্ত নয়, কোনো আবদ্ধতা নয়, শুধু নিঃশব্দে কারো জন্য বেঁচে থাকা। আমি তোমাকে আবদ্ধ করিনি, দাবি করিনি, শুধু মন খুলে ভালোবেসেছি।
তুমি হয়তো বুঝবে না, কিন্তু তোমার হাসিই আমার দিনের আলো, তোমার নামই আমার সবচেয়ে মধুর সুর। আমি জানি আমি তোমাকে ছুঁতে পারব না, কাছে বসে চোখের দিকে তাকাতে পারব না, তবুও দূর থেকে তোমাকে দেখতে পারাটাই আমার কাছে এক আশীর্বাদ। তুমি দূরে থেকেও আমার চোখে সবচেয়ে সুন্দর, আমার মনে সবচেয়ে আপন, আমার জীবনে সবচেয়ে সত্যি অনুভূতি।
মানুষ ভাবে ভালোবাসা মানেই একসাথে থাকা, কিন্তু আমি বুঝেছি ভালোবাসা মানেই হলো দূর থেকেও নিঃশর্তে কারো জন্য মন কাঁপা। আমি যদি তোমার হাত ধরতে নাও পারি, তবুও মনে মনে তোমার হাত আঁকড়ে থাকব। আমি যদি তোমাকে কাছে নাও পাই, তবুও তোমার স্মৃতি আমার বুকের ভেতর প্রতিদিন বেঁচে থাকবে। দূর থেকেই আমি তোমাকে ভালোবাসব, নিঃশব্দে তোমার নাম উচ্চারণ করব, আর আমার প্রতিটি প্রার্থনায় তোমাকেই রাখব। যতদিন আমি বাঁচব, আমার ভালোবাসা শুধু তোমার জন্যই থাকবে তুমি আমার দূরের আলো, তুমিই আমার চিরদিনের স্বপ্ন, তুমিই আমার নিঃশব্দ ভালোবাসার একমাত্র ঠিকানা।
2025-10-17 15:31:32