Mehidi Hassan Joshim :
ইসলামের দৃষ্টিতে — মৃত্যু কেমন হবে, সেটা চাওয়া বা নির্দিষ্ট কোনো রোগে মরার ইচ্ছা করা ঠিক নয়।
কারণ জীবন-মৃত্যু আল্লাহর হাতে, আর তিনি সবচেয়ে ভালো জানেন আমাদের জন্য কোনটা কল্যাণকর।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন —
> “তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে কোনো বিপদ বা কষ্টের কারণে। যদি করতেই হয়, তবে বলুক — ‘হে আল্লাহ, যদি জীবন আমার জন্য ভালো হয়, তবে আমাকে বাঁচিয়ে রাখুন, আর যদি মৃত্যু ভালো হয়, তবে আমাকে মৃত্যু দিন।’”
(সহিহ বুখারি, সহিহ মুসলিম)
অর্থাৎ, মুসলমান কখনো কষ্টে হতাশ হয়ে মৃত্যু কামনা করে না। ক্যানসার বা অন্য যেকোনো রোগ—সবই আল্লাহর পরীক্ষা। কেউ কষ্টে ধৈর্য ধরলে, তার প্রতিটি ব্যথায় গুনাহ মাফ হয়, জান্নাতে তার মর্যাদা বেড়ে যায়। 🌸
তাই টিকটকে যারা বলে “আমি চাই ক্যানসারে মরতে”, তারা হয়তো আবেগে বা অজ্ঞতায় বলে— কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা ঠিক নয়, বরং আল্লাহর সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্টি দেখানো হতে পারে
2025-10-24 13:52:46