𒍜➻MURSALIN 𒈞꧂ :
আমাদের একসাথে থাকার কথা ছিল মৃত্যু পর্যন্ত অথচ তুমি হয়ে গেলে ক্লান্ত, আমি হলাম ব্যর্থ, আমাদের দুইজনের মাঝে দূরত্ব বাড়লো, তুমি ভুলে গেলে আমায়, আমি মনে রাখলাম তোমায়, আমি তোমাকে দোষ দেইনা, কারন আমি জানি দোষ ছিল সময়ের, পরিস্থিতির আর হয়তো নিজেরই, সব কিছু ঠিক থাকার পরেও কেন যেন সব এলোমেলো হয়ে গেল, দোষ দেই নিজের ভাগ্যকে, যে ভাগ্য কখনো আমার মনের কথা বুঝলনা, আমি চেয়েছিলাম শান্তি ভালোবাসা আর একটুখানি সুখ কিন্তু ভাগ্য আমাকে দিল কষ্ট, অভিমান আর একাকীত্বে, আমি চেয়েছিলাম তোমাকে জীবনের অংশ বানাতে কিন্তু ভাগ্য চাইলো আমাকে একা ফেলে দিতে, তোমার প্রতি কোন অভিযোগ নেই, কারণ আমি জানি ভালোবাসা জোর করে হয় না কিন্তু কষ্ট হয় এই ভেবে যদি ভাগ্য সহায় হত তাহলে হয়তো আমার গল্পটা অন্যরকম হতো, আজও প্রতিদিন নিজেকে প্রশ্ন করি, কোথায় ভুল করলাম.? কিন্তু উত্তর পাই না, হয়তো ভুলটা ছিলো আমার স্বপ্ন দেখার, হয়তো ভুলটা ছিল ভাগ্যের অপর ভরসা করার..💔😅
2025-10-20 20:35:22