@md.rafiyan37: তুমি আমার সুখ... তুমি জানো, আমার জীবনটা যদি একটা অসম্পূর্ণ গল্প হয়, তবে তুমি সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়। তুমি এলে বলেই আমার পৃথিবীটা নতুন রঙে রঙিন হলো। তোমার সাথে যখন কথা বলি, মনে হয়-সব দুঃখ, সব কষ্ট কোথাও মিলিয়ে যায়, আর চারপাশে কেবল শান্তি নেমে আসে। তুমি যেন আমার হৃদয়ের সেই সুর, যা বাজলেই অস্থির মনটা শান্ত হয়ে যায়। কখনো কখনো মনে হয়-যদি তোমার সাথে প্রতিটি মুহূর্ত কাটাতে পারতাম, তবে পৃথিবীর অন্য কোনো কিছুর দরকার হতো না। তোমার ছবি আমার কাছে শুধু একটা ছবি নয়, বরং একরাশ আনন্দ, এক চিলতে আলো। যখনই দেখি, মনে হয় তুমি আমার কাছেই আছো, একদম সামনে। তোমার সেই মিষ্টি হাসি আমার ক্লান্তি, আমার একাকিত্ব, আমার ভেতরের শূন্যতাকে এক নিমেষে ভরিয়ে দেয়। তুমি না থাকলেও, কেবল তোমার মুখখানি মনে করলেই আমি আবার নতুন করে বাঁচার শক্তি পাই। আর যখন তুমি বলো, "ভালোবাসি"- সেদিন আমি সত্যিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে যাই। কারণ, সেই শব্দের মধ্যে আমি খুঁজে পাই আমার সব স্বপ্নের উত্তর, আমার সব আকাঙ্ক্ষার পূর্ণতা। তুমি জানো, তোমার একটিমাত্র ভালোবাসার শব্দ আমার কাছে হাজারো আশীর্বাদের চেয়েও মূল্যবান। তুমি আমার কাছে কেবল একজন মানুষ নও-তুমি আমার অনন্ত ইচ্ছে, আমার অপার শখ, আমার সবচেয়ে প্রিয় সম্পদ। তোমার জন্য আমি নির্দ্বিধায় আমার অহংকার, আমার রাগ, আমার স্বার্থ, এমনকি নিজের অস্তিত্বকেও ত্যাগ করতে পারি। কারণ তুমি আমার কাছে কেবল প্রিয় নও, তুমি আমার সবকিছু। তুমি আমার হাসির কারণ, তুমি আমার কান্নার সান্ত্বনা। তুমি আমার অন্ধকারে আলো, তুমি আমার পথের দিশারি। তুমি সেই মানুষ, যার জন্য আমি হাসতে হাসতে মরতেও রাজি। কারণ তোমাকে ভালোবাসা কোনো বোঝা নয়, বরং এটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম মিশে থাকে, প্রতিটি স্বপ্নে তোমার ছায়া ভেসে ওঠে। আমি তোমাকে হারানোর ভয় পাই, কিন্তু তার থেকেও অনেক বেশি ভালোবাসি তোমাকে। যদি কোনো দিন পৃথিবী আমাকে কেড়ে নেয়, তবুও আমার হৃদয় চিরকাল তোমার কাছেই বন্দি থাকবে। তুমি আমার সকাল, তুমি আমার রাত্রি, তুমি আমার আজ, তুমি আমার আগামীর প্রতিশ্রুতি। তুমি না থাকলে আমি নেই, তুমি আছো বলেই আমি বেঁচে আছি। হয়তো ভাষা দিয়ে আমি কখনোই তোমার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করতে পারবো না, কিন্তু বিশ্বাস করো- তুমি আমার কাছে সেই একমাত্র মানুষ, যার জন্য আমি দুনিয়ার সবকিছু ত্যাগ করতে রাজি। তুমি আমার সুখ, তুমি আমার শান্তি, তুমি আমার চিরকাল... #mdrafiyan37 #bdbangladash🇧🇩🇧🇩💕 #sadvibes🥀 #fypシ゚viral🖤tiktok #vairal_video_tiktok_trending @ব্যর্থ প্রেমিক @💥পরিবারের বড় নবাব💥🤙🤟
[(🥺{ব্যর্থ}✍️)]✈
Region: SA
Monday 20 October 2025 05:10:14 GMT
Music
Download
Comments
⬤─━⃝☺ͫ͢͢͢ꪜপারভেজ☜●ꪜ ᯽•────🇲🇬 :
আমার প্রিয় মানুষ আই মিস্ ইউ
2025-10-20 10:19:58
1
💥পরিবারের বড় নবাব💥🤙🤟 :
💕💕💕
2025-10-20 05:59:35
1
[(🥺{ব্যর্থ}✍️)]✈ :
❤❤❤❤️❤️❤
2025-10-20 05:10:40
1
To see more videos from user @md.rafiyan37, please go to the Tikwm
homepage.