Happy birthday to me
আজকের দিনটা বিশেষ - কারণ এই দিনেই আমি এসেছিলাম পৃথিবীতে। আজ নিজের জন্মদিনে একবার পেছন ফিরে তাকাচ্ছি, দেখছি কতটা পথ পেরিয়ে এসেছি, কত কিছু শিখেছি, হারিয়েছি, আবার নতুন করে পেয়েছি।
এই একটা বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে কাকে আপন ভাবতে হয়, কখন নিজেকে রক্ষা করতে হয়, কোথায় চুপ থাকতে হয়, আর কখন উচ্চস্বরে বলতে হয় "আমি গুরুত্বপূর্ণ, আমিও ভালোবাসার যোগ্য"।
জীবন সব সময় সহজ ছিল না, কিন্তু প্রতিটা কঠিন দিন আমাকে আরও মজবুত করেছে। আজ আমি নিজের অস্তিত্বকে সম্মান জানাই- কারণ আমি জানি, আমি একটা যুদ্ধ পেরিয়ে এসেছি, আমার হাসির পেছনে একেকটা গল্প লুকানে। আমি গর্বিত আমার মার সম্মান কখনো নষ্ট হতে দি নাই । আমি কৃতজ্ঞ যে আজও নতুন সকাল দেখছি। আমার জন্য সবাই দোয়া করবেন, যেনো আমি ভালো কোন কাজ করে নিজের এবং পরিবারের সম্মান রক্ষা করতে পারি 🥹✨
2025-10-22 03:53:55
1
To see more videos from user @parot.sorn, please go to the Tikwm
homepage.