@_sakira_90: জীবনে এমন কাউকে দরকার : যার সাথে একঘন্টা কথা বললে পরের পাঁচ ঘন্টা কাজ করার মতো এনার্জি পাবেন ৷ যার সাথে কথা বলে কঠিন সেমিস্টার ও সার্ভাইভ করতে পারবেন, যে আপনার জীবনে এনার্জি ড্রিংক, পাঁচ ছয় মগ কফির মতো কাজ করবে ৷ দ্বীধাহীনতায় বলতে পারবেন আপনার মন ভালো নেই, মাথায় প্রেশার লাগে ৷ তার কাছে মন ভালো করার ওষুধ না থাকলেও, সে নিজেই একটা ওষুধের মতো কাজ করবে! 🌸#pppppppppppppppp #foryoupage❤️❤️ #foryoupage