❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
আজও মনে পড়ে… তুমি হেসে বলেছিলে — “আমি কখনো তোমায় ছেড়ে যাব না।”
সেই হাসিটা, সেই কথাগুলো আজও কানে বাজে, যেন সময় থেমে গেছে ঠিক সেই মুহূর্তে। আমি তখন বিশ্বাস করেছিলাম তোমাকে, ভেবেছিলাম সত্যিই তুমি থাকবে — যত কষ্টই আসুক, যত দূরত্বই তৈরি হোক, আমাদের গল্পটা শেষ হবে না। কিন্তু আজ তুমি নেই, শুধু সেই প্রতিশ্রুতির প্রতিধ্বনি রয়ে গেছে আমার মনে, যেটা এখন শোনালে শুধু ব্যথা লাগে।
তুমি বলেছিলে, “আমি কখনো তোমায় কাঁদাব না।” অথচ আজ আমার প্রতিটা রাত কেঁদে ভিজে যায় তোমার নামের নীরবতায়। আমি তোমাকে দোষ দিই না, হয়তো সময় বদলে দিয়েছে তোমাকে, হয়তো তোমার ভালো লাগার মানুষ বদলে গেছে। কিন্তু আমার ভালোবাসা বদলায়নি — আমি এখনো সেই আগের জায়গায় আটকে আছি, যেখানে তুমি “চিরদিন” বলেছিলে।
আজও আকাশের দিকে তাকালে মনে পড়ে, সেই রাতে তুমি বলেছিলে — “আমি থাকবো সবসময়।” এখন তুমি নেই, কিন্তু তোমার স্মৃতি আছে, তোমার দেওয়া প্রতিটি কথার দাগ আছে, যেগুলো মুছে ফেলার সাহস এখনো পাইনি।
হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু আমি পারিনি। কারণ কিছু মানুষ জীবনে আসেই এমনভাবে — তারা না থাকলেও তাদের বলা কথা হৃদয়ে গেঁথে যায় চিরদিনের মতো।
তুমি বলেছিলে, “আমি কখনো তোমায় ছেড়ে যাব না”… অথচ এখন তোমাকে ছাড়া আমার প্রতিটা দিন কাটে, সেই অপূর্ণ প্রতিশ্রুতির ভার নিয়ে। 🥹💔
2025-10-21 19:40:47