⚡--S H U V O--⚡ :
শুনেন , হুজুর যদি মাহফিল এর বদলে টাকা না নেয় , নামাজ পড়িয়ে টাকা না নেয় , তাহলে সে খাবে কি ? সকালে ফজর এর নামাজ ? বিকালে আসর এর নামাজ ? ... ওনি ওনার knowdlage সবার কাছে পৌছে দিয়ে তার বিনিময়ে টাকা চাচ্ছে, এইটা ওনার পারিশ্রমিক , কোনো বিনিময় না !!
এইটা আমাদের নবী একবার একটা সাহাবীকে , অন্য জায়গায় পাঠিয়েছেন, এতে তাকে কিছু অর্থ দিয়েছেন , যাতায়াত পথে , খরচ চালানোর জন্য ,..( জায়গা + হাদীস মনে নাই নং মনে নাই )
আর এইটার উত্তর অবশ্যই দিয়ে যাবেন যদি দি মত হন , তাহলে পারিশ্রমিক না নিলে , এইটা ওনার উপর জুলুম হবে না ? যে প্রতিদিন কষ্ট করে নামাজ পড়লো but কিছুই পেলো না দুনিয়াতে ,,, আর আল্লাহ কাজ করলে অবশ্যই দুনিয়া ও আখিরাতের জন্য মুক্তি আছে !!
তাহলে যদি কোনো টাকা এ না নেয় তাহলে দুনিয়া তে তো কিছুই পেলো যা পাবে আখিরাতের !!
বিঃদ্রঃ :: নিজের মতো করে বললাম , আপনারা চাইলে ভালো আলেম দের থেকে আরো ভালো টা জানতে পারবেন , আমার ভুল ও হতে পারে , নিজ দায়িত্বে পড়ুন , বিশ্লেষণ করুন !!
নোট : ভুল প্রচারণার আগে একবার ভাবা উচিত , এত সবার মাঝে ভুল ধারণার দেওয়ার ফলে কত টা গুনাহ কামাচ্ছেন !!
2025-10-23 13:44:29