Md Antor Khan :
চলে গেলে ভুলে গেলে রেখে গেলে স্মৃতি,,একা বসে ভাবি আমার হলে কি এমন হতো ক্ষতি,,! জীবন মানেই দুঃখ কষ্ট,আর জীবনটা তো বেশি বড় না,,, ছোট্ট একটা জীবন শত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমার হাতটা ধরে কি পার করে দেওয়া যেত না,,,ভালোবাসি কথাটা খুব সহজে বলা যায় তবে কি খুব সহজে পূর্ণতা পাওয়া যায়,, পূর্ণতা পেতে হলে দুইজনের চাওয়া পাওয়া এক থাকতে হয়,,আমার চাওয়া পাওয়া তো তুমি থাকলেও তোমার চাওয়া ছিলো ভিন্ন,,,আমি ভালোবাসা আবদার করলাম,, আর তুমি আসলে আমাকে ধ্বংস করার জন্য তোমার জন্য সাত সমুদ্র ১৩ নদী পারি দিতে গিয়েছিলাম,,আফসোস মাঝ নদীতে ডুবে গেলাম,, চাইলেই তুমি আমাকে বাঁচাতে পারতে, কারণ সিদ্ধান্ত এবং নদীর বুকে ভাসমান নৌকাটি ছিল তোমার,,নৌকার মাঝি ও ছিল তুমি এবং বৈঠাটিও ছিলো তোমার হাতে!বুললে না হওয়া মহারানী আমার 🥀💔😭
2025-10-22 16:32:10