꧁S❤️➻দুষ্টু ছেলে❥সুজন❤️S꧂™ :
ঐ মায়াবী ,আকাশ দেখছি চাঁদ দেখছি, দেখেছি কতো তারা, দেখিনি আমি, তোমার মতো মায়াবী চিহারা,, বাহ কতো সুন্দর মায়াবী পরী, জানিনা কোন ঘরের মহারানী হবা, কোন বাবার রাজরানী যার ঘরে যাবে সে অনেক ভাগ্যবান ব্যক্তি, হরিণের মত দুটি টানা টানা চোখ, ওই চোখে কি যে মায়া, রেশমের মতো তুলতুলে কালো চুল।তাই মায়াবী চেহারা সকলের হয় না, তবে তোমার রূপের তুলনা আর কারো সাথে হয় না, তোমার রূপের তুলনা তুমি নিজেই মায়াবিনী পরী, কত অপরুপ সুন্দর তুমি,কি অদ্ভুত মায়াবী চাহুনী তোমার,কি মাধুরী মিশানো রুপ,কতটা নিরন্কুষ নিষ্পাপ কোমল চেহারা,কি আর্শ্চায্য তোমার সৌন্দর্য্য,খুব সুন্দর করে সাজাতে পারেন নিজেকে,কি নির্মল নিষ্পলক কাজল চোখের চাহুনী,হাসি তো নয় যেন প্রজাপ্রতির রানী, নেশা ভরা দেখতে তুমি,মধু মাখা ঠোঁট,কাজল কালো কেশ দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি বেশ,বিধাতার নিপূন কারিগরের অপূর্ব সৃষ্টি তুমি আসলেই তুমি ভাগ্যবতী ।❤🌹🌹🌹🌹🌹
2025-10-23 05:15:07