প্রেম :
ঐ মায়াবী নীল পরী,, তোমার চেহারা তো নয় যেনো জান্নাতের ফুলের মতো অপূর্ব ও মনমুগ্ধকর,তোমার মুখের প্রতিটি ভাঁজে যেনো সৌন্দর্য এবং কল্পনার মায়াবী আলোর ছোঁয়া লেগে থাকে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড, ওই আকাশের নীলের সঙ্গে মিশে যাওয়া সূর্যরশ্মির মতো নিখুঁত স্বচ্ছতা তোমার হাসিতে ফুটে ওঠে পৃথিবীর সমস্ত সৌন্দর্য,তোমারে মায়াবী হাসির দেখে পৃথিবীর সমস্ত কিছু সৌন্দর্য রুপান্তরিত হয়ে ওঠে মুহূর্তের ভিতর, তোমার এই রূপ যেনো বেহেস্তের রক্তে রাঙানো গোলাপ ফুলের মতো,যা হৃদয়ের গভীরতম কোণে আনন্দের সুর বয়ে আনে,সে বেহেস্তের সুখ অনুভব হয় মনের ভেতর তখন,তোমার ওই হরিণ কাজল কালো মায়াবী চোখের প্রতিটি দৃষ্টিতে যেনো চোখের কোনে মিষ্টি আলো খেলা করে,তোমার ওই মায়াবী চোখের দৃষ্টিতে চারপাশকে রাঙিয়ে তোলে এক অদ্ভুত মোহময় রঙে,কি গো মায়াবতী তুমি এতো সুন্দর চেহেরা নিয়ে রাতের ঘুমাও কেমনে জিনেরা তোমাকে ডিস্টাব করে না,তুমি শুধু সুন্দর না, তুমি একেবারে রূপের রাজত্বে রাজকন্যা!তোমার সৌন্দর্য দেখে পরীরাও লজ্জায় মুখ লুকায়,তুমি এক অসাধারণ সৃষ্টি,সৃষ্টিকর্তা সমস্ত ভালোবাসা দিয়েই তোমাকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছে,তোমার ঐ মধু মাখা ঠোঁট,কাজল কালো কেশ দেখে পৃথিবীর সমস্ত সৌন্দর্য মুগ্ধ হয়, তোমার ওই মধু মাখা রক্তে রাঙানো গোলাপের পাপড়ির মত দুটি ঠোঁটের দিকে তাকালেই, মনে হয় বেহেশতের রক্তে ভেজা গোলাপ ফুল দেখতেছি,আসলে তুমি ওই আসমানের মায়াবী নীল পরী।❤️❤️❤️❤️❤️❤️
2025-11-05 12:09:36