আমি তার ক্ষমার অযোগ্য :
মানুষ নিজের স্বার্থের জন্য এমন কিছু করতে পারে, যা তার নিজের আত্মাকেও অবাক করে দেয়। "আমার চোখের পানি দেখেও যার মায়া লাগেনি, আমার কাফনের কাপড় পড়া দেখলেও তার মন পূর্ণ হবে না, বেশি দিন বাঁচবো না আমার মৃত্যু কামনা আমি নিজেই করি, চলে যাওয়া নারী কি করে বুঝতে পারবে তাদের সৃতি কস্টের আর কত ওজনের। তাহলে বুঝতে পারতে মনের ভেতরে কি চলতেছে..! আমি যদি মারা যাই আমার থেকেও ভালো কাউকে খুঁজে নিও 🤲" এক সময় ভেবেছিলাম, আমার এক ফোঁটা অশ্রু হয়তো কারও হৃদয়ে ঝড় তুলবে, কেউ থমকে দাঁড়াবে, কেউ হয়তো বলবে, "তুমি কাঁদো না, আমি আছি।" কিন্তু না... আমার কষ্ট, আমার কান্না, একজন বিবেকহীন' নিকৃষ্ট মানুষের অপেক্ষায় দিনের পর দিন কাটিয়ে দিলাম আহ্..!😅💔 মাঝ পথে হাতটা ছেড়ে দিয়ে কি বুঝালে.? আমি যোগ্য নই, নাকি তোমার চরিত্রের দো'ষ.! আমার একাকীত্ব-সব কিছুই যেন তার কাছে ছিল এক অদৃশ্য বাতাসের মতো তাকে হারানোর ভয়ে অবুঝ শিশুর মতো কান্না করে ও তাকে ধরে রাখতে পারিনি হায়রে মানুষ। আমি হুমড়ি খেয়ে পড়লাম, বারবার নিজেকে নিঃশেষ করলাম, তবু তার চোখে এক চিলতে সহানুভূতির রেখা দেখিনি।
আজ আমি বুঝি-সব সম্পর্কের পেছনে ভালোবাসা থাকে না, কেউ কেউ আসে শুধু অভ্যাসে, কেউ থাকে নিজের প্রয়োজনে। আর কিছু মানুষ... তারা থাকে না কখনোই, তোমাকে আমি বলেছিলাম রাগ করো জগরা করো গালি দাও মারো কাটো সমস্যা নেই সুদু কথা বলা বন্ধ করো না আমার দম বন্ধ হয়ে যাবে -একটা মানুষ আর কি ভাষায় বললে বুঝতে পারবে?? শুধু সময় কাটায়। একটা সময় ছিল যখন আমার মন ভেঙে চুরমার হয়ে গেলেও, আমি তাকেই আগলে রেখেছিলাম। আজ ভাবি, নিজেকে আগলে রাখলেই বোধহয় ভালো হত। যে মানুষ জীবিত অবস্থায় তোমার চোখের জল উপেক্ষা করে, সে তোমার নিথর শরীর দেখেও অনুভূতিহীন থাকবে। কারণ হৃদয়হীন মানুষের জন্য কান্নাও নিরর্থক, মৃত্যু কেবল একটা খবর। তাই আজ থেকে আর কাঁদি না, আর অপেক্ষা করি না। যাদের হৃদয় পাথরের মতো, তাদের জন্য চোখের জল অপচয় ছাড়া কিছু না। কখনো সে হাসিমুখে অন্যকে কাঁদায়, আবার কখনো চোখের জল ফেলে নিজেকে ন্যায়সঙ্গত প্রমাণ করে। স্বার্থ এমন এক শক্তি, যা ভালোবাসাকে ব্যবহার করে বিশ্বাসকে বিক্রি করে, আর বিবেককে নিঃশব্দ করে দেয়। আর আমি আমাকে মৃত ঘোষণা করলাম এমন কি আমার ছায়াও তুমি কখনো দেখতে পারবে না ।। একটা কথা মনে রেখো আমি তোমার জন্য কি করি নাই -কতটা নিচে নামতে পারেছি তুমি নিজেকে "একবার" উপলব্ধি করো ?? আমি মানুষটার হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি নেই - কিন্তুু তোমার জন্য আমার জীবনের চাইতে বেশি ভালোবাসা ছিলো- সুন্দর একটা মন ছিলো। তোমাকে আমার রানী বানাতে চাই ছিলাম- এখন নিজের প্রতি নিজের গৃনা হচ্ছে।
2025-10-24 17:55:40