YAᅠSEᅠENᅠ모☠️☠️ :
তুমি তো কখনো ও দেখোনি আমার কান্নায় ভিজে যাওয়া, মলিন হয়ে যাওয়া লাল চোখ,
দেখোনি বলেই হয়তো বুঝতে পারোনি ঠিক কতটা ভালবাসি তোমায়! তুমি তো কখনো শুনোনি তোমার অভাবে বুক ফেটে যাওয়া হাহাকার, সেই নিরব চিৎকার!
শোনেনি বলেই হয়ত টের পাওনি তোমাকে আমি কতটা নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছি! তুমি তো কখনো দেখোনি তোমার অভাবে কান্নায় দম বন্ধ হয়ে যায়! সেই যন্ত্রণার দৃশ্য যদি দেখতে তাহলে হয়তো বুঝতে! তোমায় কতটা গভীরভাবে ভালবাসতাম! আমার প্রতিটা নিঃশব্দ অশ্রুবিন্দু, হাহাকার প্রতিটা নীরব যন্ত্রণা সবকিছু শুধু তোমার জন্য! অথচ তুমি তো দেখোনি, শোননি, বোঝোনি, তাই কখনও টের ও পাওনি আমার ভালোবাসার গভিরতা আমার শুন্যতা যাকে পোড়ায় না, আমাকে দেখার জন্য যার মন ছটফট করে না, আমার সাথে কথা বলার জন্য যার মন ব্যাকুল হয়না সে মানুষটা আর যাইহোক আমায় ভালোবাসেনি। ভালোবাসা কি সুন্দর তাই না, কেউ ধ্বংস হয় আবার কেউ সুন্দর একটা জীবন ফিরে পায়। ভালোবাসার এই অদ্ভুত খেলা একটা জীবনকে শেষ করতে পারে আবার সুন্দর ভাবে গড়ে তুলতে পারে। প্রতিটা চোখের পানি বলে দেয় কারো মায়া কতটা ভয়ংকর। সবাই ভালোবাসতে যানে কিন্তু মায়ায় পড়ে ভেতর ভেতর শেষ হতে কতজন পারে। কারো মায়া যে এতো টা খারাপ যদি মায়ায় না পড়তাম তাহলে বুঝতে পারতাম না, ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার কথা ছিলো কিন্তু তা আর হয়ে উঠে নাই বরং তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। প্রতিটা রাত এমন ভাবে কেটে যাচ্ছে যে মাঝরাতে তার কথা ভেবে দম বন্ধ হয়ে যায়। তাকে নিয়ে কল্পনা জগৎ সাজিয়ে তুলি যদিও বাস্তবে তাকে পাওয়ার সম্ভাবনা নাই ১%। তবুও তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। ভালো লাগে তার স্মৃতি মনে করে উপন্যাস লিখতে, ভালো লাগে তার দেওয়া কথা মনে করে আপসোস করতে, তার সব কিছু আমার ভালো লাগলেও তার আমাকে ভালো লাগতো না কখনো, সে তো ভালোবাসা
2025-11-09 14:08:55