আমি অসম্মান অপবাদ একেবারে নিতে পারি না।
কেউ যদি আমাকে ভুল বোঝে, তবে আমি তার ভুল ভাঙ্গানোর সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু সে যদি নিজ ধারণা থেকে বার বার ভুল বুঝে, আমাকে অপবাদ দিতে থাকে,অসম্মান করতে থাকে, আমি আর তখন মেনে নিতে পারি না। যেই সব স্থানে আমার সন্মান নেই, আমার জন্য জমানো ভালোবাসা নেই, সে সব জায়গা থেকে যত দ্রুত সম্ভব সরে আসি, আমার কাছে আত্নসন্মান টা খুব বেশি দরকারী। 🥹❤️🥀