❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
আমার সবচেয়ে সুন্দর ভুল ছিল— তোমাকে ভালোবাসা"
জীবনে কিছু ভুল থাকে যা নিয়তির অমোঘ খেলা। আর সেই ভুলগুলোর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের গভীরতম সত্যি। তেমনই একটি ভুল ছিল তোমাকে ভালোবাসা। হ্যাঁ, এটা ছিল একটা ভুল— কারণ ভালোবাসাটা ছিল অসময়ে, অস্থানে, হয়তো নিয়মের বাইরে। এ ভালোবাসা আমাকে দিয়েছে অসম্ভব ব্যথা, দিয়েছে অসংখ্য রাত জাগার নিরবতা, দিয়েছে এক তৃষ্ণা যা কোনোদিন মিটবে না। তবুও আজ যখন পেছনে ফিরে তাকাই, শুধু একটাই কথা মুখে ফুটে ওঠে— সেটা ছিল আমার জীবনের 'সবচেয়ে সুন্দর ভুল'।
কারণ একটা ভুল কখনো এত সুন্দর হতে পারে, সেটা তুমি না আসলে কেমন করে জানতাম? তুমি শিখিয়েছিলে ব্যথার মধ্যেও একটা মাধুর্য থাকে, ব্যর্থতার মধ্যেও একটা পরিপূর্ণতা লুকিয়ে থাকে। আমাদের ভালোবাসা হয়তো একটা অধ্যায় হয়ে গেছে, কিন্তু সেই অধ্যায়টা আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে প্রাণবন্ত পাতাগুলো ভরে রেখেছে।
তোমাকে ভালোবাসার মাধ্যমে আমি শিখেছি— কী করে নিজের চেয়ে আরেকজনকে বেশি গুরুত্ব দিতে হয়। শিখেছি কী করে একটা মানুষকে নিজের মতো ভালোবাসতে হয়। শিখেছি— কী করে হাসতে হাসতে কাঁদতে হয়, আর কাঁদতে কাঁদতেও একটা সুখের অনুভূতি খুঁজে পেতে হয়। এই ভুলের কারণেই আজকের এই আমি। এই ভুল আমাকে করেছে আরও বেশি মানুষ, আরও বেশি সংবেদনশীল।
তাই আমি কখনোই এই ভুলের জন্য আফসোস করি না। বরং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তিনি আমাকে এই সুন্দর ভুলটি করার সুযোগ দিয়েছিলেন। এই ভুল না হলে জীবনটা হয়তো অনেক নিষ্পাপ, অনেক নিঁখুত হতো— কিন্তু এতটা গভীর, এতটা রহস্যময়, এতটা 'জীবনময়' হতো না।
তুমি ছিলে আমার সেই ভুল, যে ভুলের জন্য আমি আজও হাসি, আজও কাঁদি, আজও বেঁচে আছি। তুমি আমার জীবনের সেই অমূল্য শিক্ষা, যে শিক্ষার খাতাটি হয়তো বন্ধ, কিন্তু whose words are forever etched in my soul.
হ্যাঁ, আমার সবচেয়ে সুন্দর ভুল ছিল— তোমাকে ভালোবাসা। এবং এই ভুলটি আমি যদি আবারও করার সুযোগ পেতাম, হাজার বার জীবনে, হাজার বারই করতাম...💔😅
2025-10-24 19:44:07