🚩📈 :
আমি তোমাকে ভালোবাসি বলেই তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর| পৃথিবীতে যত মানুষ আছে, প্ৰতিদিন কত মুখ দেখি আমরা—রাস্তার ভিড়ে, অফিসে, স্কুলে, কলেজে, রিকশায়, বাসে, এমনকি নিজের বাড়ির পাশেই অসংখ্য মানুষ আসে-যায়| কিন্তু সেই হাজারো-লক্ষো মুখের ভিড়ে কেন জানো আমি শুধু তোমাকেই চাই? কেন শুধু তোমাকেই আমার জীবনের কেন্দ্রে বসালাম?
কারণ ভালোবাসা মুখে খুঁজে পায় না, ভালোবাসা খুঁজে পায় শান্তি| আর তুমি—তুমিই আমার সেই শান্তি|
আমি তোমাকে ভালোবাসি মানে এই নয় যে তুমি পৃথিবীর সবার কাছে সুন্দর হতে হবে| তোমার রূপ, তোমার সাজসজ্জা বা আধুনিকতার মাপে আমি তোমাকে বিচার করিনি, করবোও না| আমি তোমাকে ভালোবেসেছি তোমার মতো করেই| তুমি যেমন, একদম ঠিক তেমনটাকেই আমি চাই| তোমার হাসি, তোমার | অভিমান, তোমার রাগ, তোমার কান্না, এমনকি তোমার অগোছালো দিকটাও আমি আগলে রাখবো সবসময়|
তুমি কি জানো? আমার কাছে তোমার প্রতিটি ছোট ছোট অপূর্ণতাই সবচেয়ে পূর্ণতা| তোমার গালের ব্রণ, চোখের নিচের ডার্ক সার্কেল, এলোমেলো চুল কিংবা অগোছালো রূপ—এসব আমার চোখে কখনোই খুঁত নয়, বরং এগুলোই তোমাকে আমার কাছে সবচেয়ে আলাদা করে তোলে| আমি তোমার ভেতরের মানুষটাকে ভালোবেসেছি— যেটা কেউ দেখতে পায় না কিন্তু আমি দেখি, আমি অনুভব করি|
2025-10-30 22:24:43