@nguyenhung_camphaford: Everest Titaniun 4x4 màu Nâu Cafe !!! #camphaford

Nguyễn Hùng - Cẩm Phả Ford
Nguyễn Hùng - Cẩm Phả Ford
Open In TikTok:
Region: VN
Tuesday 28 October 2025 14:18:26 GMT
308
19
2
4

Music

Download

Comments

bombeocp
Lê Ngọc Anh :
Có tặng lptb ko sốp 🙄
2025-10-28 15:31:07
1
To see more videos from user @nguyenhung_camphaford, please go to the Tikwm homepage.

Other Videos

কুফু মিলিয়ে বিয়ে করুন— *'কুফু' মিলিয়ে বিয়ে করুন। অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মিলার কারণে। আসুন জেনে নেই 'কুফু' কি? বিয়ের ক্ষেত্রে
কুফু মিলিয়ে বিয়ে করুন— *'কুফু' মিলিয়ে বিয়ে করুন। অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মিলার কারণে। আসুন জেনে নেই 'কুফু' কি? বিয়ের ক্ষেত্রে "কুফু” একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ )ﷺ( বলেছেন: قال رَسُولُ اللهِ صلى الله عليه وسلم تَخَيَّرُوا لِنُطَفِكُمْ وَانْكِحُوا الْأَكْفَاءَ وَأَنْكِحُوا إِلَيْهِمْ "তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং 'কুফু' বিবেচনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও 'কুফুর' প্রতি লক্ষ্য রাখো।" [১] এখন 'কুফু'-র অর্থ কি? "কুফু” )کُفو( একটি আরবী শব্দ; যার অর্থ সমান, সমতুল্য, সমতা, সমকক্ষ [২]। ইসলামী পরিভাষায় বর-কনের দ্বীন-দুনিয়ার যাবতীয় কিছুতে সমান সমান বা কাছাকাছি হওয়াকে "কুফু” বলে। বিয়ের ক্ষেত্রে "কুফু" কেন গুরুত্বপূর্ণ আসুন একটি উদাহরণ দেখি: মনে করুন, A একটি দ্বীনদার মেয়ে এবং B একটি বেদ্বীন ছেলে। একজন দ্বীনদার, অপরজন বেদ্বীন; দুজনের মধ্যে 'কুফু' নেই। তারপরেও দুজনের বিয়ে হলো, মেয়েটি যেহেতু দ্বীনদার তাই সে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার দ্বীনকে টেনে আনে, চায় প্রতিটি ক্ষেত্রে দ্বীনের ছাপ থাকুক। অপরপক্ষে বেদ্বীন ছেলেটি চাইবে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিতে, চাইবে সবকিছুই হোক দ্বীনের বাঁধনমুক্ত। ফলস্বরূপ অশান্তি। শেষ পরিণতি 'তালাক'। এবার আরেকটি উদাহরণ দেখি: মনে করুন, আপনার মাসিক আয় দশ হাজার টাকা। আর আপনি এমন কাউকে বিয়ে করলেন, যার বাবার মাসিক আয় ছিল পঞ্চাশ হাজার টাকা। অর্থনৈতিক অবস্থানে 'কুফু' নেই। কি মনে হয় সুখে থাকবেন? নাহ। হাতি-ওয়ালার সাথে বন্ধুত্ব করলে, হাতি রাখার মত ঘর নিজেকে বানাতে হবে। নতুবা 'বড়র পিরীতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণে চাঁদ।' বুঝলেন? অতএব, আপনার রোজগার দশ হাজার টাকা হলে আপনার বিয়ে করা উচিত এমন কাউকে, যে এর মধ্যেই মানিয়ে চলতে পারবে। নয়তো বিয়ের পর শুনতে হতে পারে, 'ভুল করেছি তোমায় বিয়ে করে, দাও এবার আমার হাতটি ছেড়ে'। তাই সর্বদিক দিয়ে নিজের চলাফেরা, পোশাক আশাক, বাড়িঘর, থাকা-খাওয়ার মান যেমন, ঠিক সেই সমমানের পাত্রী পছন্দ করা উচিৎ। এতে কেউ কারোর উপর গর্ব প্রকাশ করবেনা, খোঁটা দেবেনা; ভালোবাসার গতিও বাধাগ্রস্ত হবেনা। এককথায় প্রায় সব বিষয়ে 'কুফু' বিবেচনা করেই বিয়ের পিঁড়িতে বসা উচিত। নচেৎ পরবর্তী সময়ে 'ভালোবাসা জানালা দিয়ে পালাতে পারে'। যদি সবকিছুতেই 'কুফু' মিলে যায় তবে তো সোনায় সোহাগা এবং এমন দাম্পত্য হবে চিরসুখের। পক্ষান্তরে কিছু না পেলেও যদি শুধুই দুজনের মধ্যেই দ্বীনদারী থাকে তবে সুখের জন্য এটাই যথেষ্ট। দ্বীনদারদের তো সবকিছুই আশ্চর্যের; তারা সর্বাবস্থায় সুখ শান্তি খুঁজে নিতে পারে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। শেষ কথা- অনেকে বলতে পারেন কোনো ব্যাপার না বিয়ে করে মেয়েকে দ্বীনদার বানিয়ে নেব। ভাই, এটা স্রেফ একটি শয়তানের ধোকা, উল্টোও তো হতে পারে দেখা গেল দ্বীনদার বানাতে গিয়ে আপনিই বেদ্বীন হয়ে গেলেন। কি দরকার এত রিস্ক নেওয়ার? যেখানে এই জীবন একটি পরীক্ষা কেন্দ্র, পাশ করার সুযোগও একটিই। তারপরেও রিস্ক? বরং একটি কাজ করা যেতে পারে বিয়েতে দ্বীনকে কন্সট্যান্ট রেখে [এখানে কোন ডিসকাউন্ট নেই দুঃখিত] অন্যান্য দুনিয়াবি বিষয়গুলি সামান্য হেরফের করে এডজাস্ট করা যেতেই পারে। আসলে সবকিছুই নির্ভর করছে দ্বীনদার কেমন তার ওপরে, যত বেশি দ্বীনদারী থাকবে ততোই বাকিগুলোর গুরুত্ব কমবে। রাসূলুল্লাহ )ﷺ( বলেন, ليَتَّخِذَ أَحَدُكُمْ قَلْباً شَاكِراً وَلِسَاناً ذاكراً وَزَوْجَةً صَالِحَةً تُعِينُهُ عَلَى أمر الآخرة "তোমাদের প্রত্যেকের কৃতজ্ঞ অন্তর ও যিকিরকরি জিহ্বা হওয়া উচিৎ। আর এমন মুমিনা স্ত্রী গ্রহণ করা উচিৎ; যে তার আখেরাতের কাজে সহায়তা করবে।" [৩] আখিরাতের কাজে সহযোগিতা করার জন্য স্বামী-স্ত্রীর 'কুফু' থাকতে হবে। স্ত্রীকে অবশ্যই দ্বীনদারিতে স্বামীর বরাবর বা কাছাকাছি হতেই হবে, নচেৎ সে আখিরাতের কাজে সহায়তার থেকে বাধা বেশি দেবে এবং অনেকক্ষেত্রে শরীয়ত বিরোধী কাজ করে আপনাকে জাহান্নামের পথেও টানবে। স্ত্রী যদি বেশি দ্বীনদার হয় তবে স্বামীর ক্ষেত্রেও একই। رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَاماً [১] সুনান ইবনু মাজাহ : ১৯৬৮; সহীহ্ [২] আল-ওয়াফি ডিকশনারি [৩] ইবনে মাজাহ: ১৮৫৬, আস-সিলসিলাতুস সহীহাহ : ২১৭৬ ✅ঘরে বসে অবসর সময়ে কা জ করে হা'লা'ল'ভাবে আ'য় করতে চাইলে @𝐀𝐋𝐀𝐌𝐈𝐍 𝐀_𝐅 ওনার সাথে যোগাযোগ করুন বিস্তারিত বলে+শিখিয়ে দেওয়া হবে ইন'শা'আল্লাহ। #islamic_diary3 #alaminofficial2 #ইসলামিক_ভিডিও #AF_modon #allah

About