🥰SoHaN🥰 :
তোমাকে কখনোই বোঝাতে পারলাম না, আমি কতটা ভালোবাসি তোমাকে। মনে মনে হাজারবার চেষ্টা করেছি, তবুও ব্যর্থ হয়েছি। আফসোস, আমার বুকের ভেতরের লুকানো ব্যথাটা তোমাকে দেখাতে পারলাম না। তুমি কখনো বুঝতে পারোনি, তোমার জন্য আমি নিজের কতটা পরিবর্তন করেছি, কোথা থেকে নিজেকে টেনে এনে কোথায় নিয়ে গিয়েছি।
পেছনে ফিরে তাকাতে শিখিনি আমি, কারণ সামনে ছিলে তুমি আমার সব স্বপ্ন, আমার সব আশা। চোখ খোলার পর প্রতিটি ভোরে তোমাকেই খুঁজেছি, তোমার প্রতিচ্ছবিকে ভালোবেসেছি এমনভাবে, যেমন একজন পথহারা মানুষ হঠাৎ আলো খুঁজে পেলে আঁকড়ে ধরে।
তোমার জন্য আমি অগণিত কষ্ট নিজের হাতে গ্রহণ করেছি। যন্ত্রণা উপহার হয়ে এসেছিল, তবুও আমি হাসিমুখে সেগুলো সহ্য করেছি। কারণ আমার বিশ্বাস ছিল, এই ভালোবাসার শেষপ্রান্তে তোমাকে পাবো। কিন্তু ভাগ্য হয়তো নিষ্ঠুর খেলাই খেলল আমার সাথে। এত কষ্ট সহ্য করেও, এত ত্যাগ করেও শেষমেশ তোমাকে পেলাম না।
অথচ তোমাকে নিয়েই আমার সব ছিল, তুমি-ই ছিলে আমার ভালোবাসার শেষ ঠিকানা। আজও সেই শূন্যতার ভেতরে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই ভাবি তুমি যদি বুঝতে পারতে আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম, হয়তো আমার এ জীবনের সব ব্যথা অর্থহীন হয়ে যেত😅❤️🩹🥺
2025-11-07 14:25:37