𓆩💜𓆪Sajol Ahmed Niloy𓆩💜𓆪                                        : 
                                    তুমি কি সত্যিই ভাবছো, আমি তোমাকে ভুলে যাবো তোমাকে ভুলা কি এতটাই সহজ?
তুমি কি আমার কাছে এতটাই সস্তা? না, কখনোই না... কারণ তুমি ছিলে আমার জীবনের সেই অধ্যায়, যেটা আজও সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর। তুমি ছিলে আমার হাসির কারণ, চোখ ভেজা রাতগুলোর একমাত্র আশ্রয়। তোমার সাথে কাটানো প্রতিটা মুহুর্ত আজও মনে পড়ে, যেন ঠিক এখনো পাশে আছি ভুলে যাওয়া যদি হতো, তবে এতদিনে হৃদয়টা নিশ্চুপ হয়ে যেত... কিন্তু না, এখনো মাঝরাতে ঘুম ভঙে যায়, মনে পড়ে যায় তোমার সেই মায়াবী চহারা, তোমার বলা সেসব ছোট ছোট কথা। তুমি কোনো ভুল ছিলে না, তুমি ছিলে আমার জীবনের শ্রেষ্ঠ অনুভব। হয়তো তুমি থাকো না পাশে, কিন্তু বিশ্বাস করো.. তুমি আছো আমার হৃদয় ভাঙ্গা দুঃখের ভালোবাসা, আর স্বপ্নের ভিতর। তুমি কি ভাবো, তোমাকে ভোলা এতটাই সহজ? না... তুমি হলে আমার হৃদয়ের ঠিক মাঝখানে লেখা সেই নাম, যেটা কোনো দিন মুছে ফেলা যায় না চিরকাল এ হৃদয় ছটফট করবে তোমাকে না পাওয়ার যন্ত্রণায়,,,!,,🥹❤️🩹
                                
                                2025-10-31 14:48:06