ABIR RAJ❤️❤️❤️ :
স্বপ্নের নায়ক, তুমি স্বপ্নের পৃথিবী, ছেড়ে চলে গেলে স্বপ্নের ঠিকানায়, আনন্দ অশ্রু নয়,বেদনার অশ্রু হয়ে তুমি শুধু তুমি, বেঁচে আছো হাজারো ভক্তের চাওয়া থেকে পাওয়ার, তোমাকেই চাই, কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত, প্রিয়জন,হয়ে মিশে আছো সবার অন্তরে অন্তরে স্নেহ, থেকে মায়ের অধিকার, কোন ঝুড়ি নেই তোমার, প্রেম যুদ্ধ, কন্যাদান,আশা ভালোবাসা,ছিলে তুমি সেরা দের সেরা। তাইতো প্রেম পিয়াসী,মনটা আজও তোমার জন্য কাঁদে।জানি সত্যের মৃত্যু নাই, তাই বুকের ভিতর আগুন নিয়ে আজও বেঁচে আছি জানি একদিন সালমান হত্যার বিচার হবে....... by...Abir Raj..😭😭😭
2025-10-30 23:19:08