@jbjihad68: ভালোবাসা কি সুন্দর তাই না, কেউ ধ্বংস হয় আবার কেউ সুন্দর একটা জীবন ফিরে পায়। ভালোবাসার এই অদ্ভুত খেলা একটা জীবনকে শেষ করতে পারে আবার সুন্দর ভাবে গড়ে তুলতে পারে। প্রতিটা চোখের পানি বলে দেয় কারো মায়া কতটা ভয়ংকর। সবাই ভালোবাসতে যানে কিন্তু মায়ায় পড়ে ভেতর ভেতর শেষ হতে কতজন পারে। কারো মায়া যে এতো টা খারাপ যদি মায়ায় না পড়তাম তাহলে বুঝতে পারতাম না, ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার কথা ছিলো কিন্তু তা আর হয়ে উঠে নাই বরং তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। প্রতিটা রাত এমন ভাবে কেটে যাচ্ছে যে মাঝরাতে তার কথা ভেবে দম বন্ধ হয়ে যায়। তাকে নিয়ে কল্পনা জগৎ সাজিয়ে তুলি যদিও বাস্তবে তাকে পাওয়ার সম্ভাবনা নাই ১%। তবুও তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। ভালো লাগে তার স্মৃতি মনে করে উপন্যাস লিখতে, ভালো লাগে তার দেওয়া কথা মনে করে আপসোস করতে, তার সব কিছু আমার ভালো লাগলেও তার আমাকে ভালো লাগতো না কখনো, সে তো ভালোবাসা নিতে জানতো দিতে জানতো না তাই🥀??#creatorsearchinsights #vypシ #tiktok #foryou #cristianoronaldo @Rider_Nayem 🧠💸 @Omor Always On Fire @Rakib Hossain @❤️Voice Of Farhan ❤️ @tiktokbangladesh @TiKToK @Yameen Zihaad @🍄