@aroke30x: #শুধু তোমাকে দেখলে নয়। তোমার নাম শুনলে ও আমি থমকে যায়। শুধু তোমাকে নিয়ে নয় আমি তোমার হাসির পিছনে থাকা যন্ত্রনা কে নিয়েও ভাবি। তোমাকে না পাওয়ার যন্ত্রণায় আমার কাছে দুঃখ স্বপ্নের মতো। যা দিনের আলোয় বুঝা যায় না আর রাত হলে বহন করা যায় না। তোমার অপেক্ষায় আমার ক্লান্তি নাই কারণ আমি তোমাকে চাওয়ার সাথে সাথে ধৈর্য ও চেয়ে নেই। উপরওয়ালা তোমাকে না দিলেও তোমার অপেক্ষায় থাকার ধৈর্য ঠিকই দিয়ে দেই। তোমাকে না পাওয়ার জন্য নিজের ভাগ্য কে দোষ দিতে পারবো না আমার ভাগ্য খারাপ হলে তোমাকে ভালোবাসার সুযোগ হতো না তোমাকে নিয়ে লিখত বসলে কলমের কালি ফুরালে ও আমার কথা ফুরাবে না, তোমাকে পেয়ে যাওয়ার পর গুরুত্ব করিয়ে দেওয়ার তালিকায় আমি কখনো থাকবো না কিভাবে থাকবো যেখানে তোমাকে না পাওয়ার অপেক্ষায় নিজেকে ভালবাসতে ভুলে গেছি, আমি শুধু তোমাকে নয়, আমি তোমার নাম কে ও ভালোবাসি, আমি শুধু তোমাকে নাই, আমি তোমার দুঃখগুলোকে আমার দুঃখ মনে করি. #foryoupageofficiall #foryou #tiiktok