🫵oiii.....I really miss you🥺 :
এতো যত্ন, এতো প্রেম, এতো সম্মান, এতো ভালোবাসা – সবকিছু নিঃস্বার্থভাবে দিয়েছিলাম, শুধু তোমার একটা হাসির জন্য ভেবেছিলাম তুমি বুঝবে, তোমার একটু খানি খুশির পেছনে আমার সমস্ত জীবন ঢেলে দিতে রাজি আমি। অথচ তুমি, তুমি ইচ্ছে ক’রে হারালে আমাকে, এমন কারো কাছে গেলে যাকে তুমি ঠিক করে চিনতেও পারো না। আমার ভালোবাসায় কোনো অভাব ছিল না, অভাব ছিল শুধু তোমার জন্য বোঝার, তোমার থাকার। তুমি হারিয়ে গেছো ঠিকই, কিন্তু হারিয়ে ফেলেছো এমন একজনকে, যে পৃথিবীর সবকিছু ছেড়ে তোমার পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এসেছিল। আজ তোমার জায়গাটা খালি, কিন্তু ভরা অভিমান আর অপরূপ ভালোবাসায়। বড়ো বোকার মতো তুমি, কারণ তুমি হারিয়ে ফেলেছো এমন একটা হৃদয়, যেটা তোমাকেই শেষ পর্যন্ত ভালোবাসতো, আর কাউকে নয়… 🙂💔
2025-12-03 03:31:38