M.H Redwan Ahmed                                        : 
                                    আমি হয়তো একদিন এই পৃথিবীর আলোতে আর থাকব না, হয়তো তুমি আমাকে আর চোখের সামনে দেখবে না, হয়তো আমার কণ্ঠস্বর আর তোমার কানে বাজবে না। কিন্তু জানো কি? আমাদের ভালোবাসা কখনো শেষ হয় না। প্রতিটি হাসি, প্রতিটি চোখের জল, প্রতিটি ভালোবাসার মুহূর্ত—সবই তোমার হৃদয়ে লেগে থাকবে। তুমি যখন একা মনে করবে, তখনই আমি চুপচাপ তোমার পাশে থাকব, তোমার ভেতরের অন্ধকারে আলো জ্বালাব, তোমার ভাঙা হৃদয়কে আবার বাঁচাব।
আমাদের স্মৃতিগুলো—সেই ছোট্ট কথোপকথন, চোখের মধ্যে লুকানো ভালোবাসা, রাতের আকাশের নিচে হাত ধরে হাঁটা, একে অপরের জন্য তৈরি হওয়া মুহূর্তগুলো—সবই তোমার ভেতর বাস করবে। তুমি যদি কখনো কাঁদো, মনে রেখো, আমি সেই কান্নার প্রতিটি ফোঁটা মুছে দেবার জন্যই এখানে ছিলাম। তুমি যদি কখনো হাসো, মনে রেখো, আমি তোমার সেই হাসিতে নিজেকে খুঁজে পাব। আমি চলে গেলেও তুমি একা নও, কারণ আমাদের ভালোবাসা চিরকাল একসাথে থাকবে।
আমি চাই তুমি জানো, আমি চলে গেলেও আমি তোমার সাথে আছি—চুপচাপ, অদৃশ্য, কিন্তু শক্তিশালী। আমাদের গল্প, আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন—সবই তোমার প্রতিটি নিশ্বাসে, প্রতিটি ভাবনায়, প্রতিটি হৃদস্পন্দনে বাজতে থাকবে। তুমি যখন আমার কথা মনে করবে, তখন অনুভব করবে—আমি কখনো সত্যিই বিদায় নিইনি। ভালোবাসা কখনো মরে না। আমার ছোঁয়া, আমার ভালোবাসা, আমার স্পর্শ—সবই তোমার ভেতরে বেঁচে থাকবে, তোমাকে শক্তি দেবে, তোমাকে শান্তি দেবে, তোমার চোখের জলে ঘোলা হয়ে যাবে, আর তোমার হাসিতে ফিরে আসবে।
যখন তুমি একা হয়ে যাবে, আমি তখনও তোমার কণ্ঠে থাকব, তোমার স্বপ্নে থাকব, তোমার হৃদয়ে থাকব। আমি চলে গেলেও তুমি একা নও। কারণ আমি, আমরা, আমাদের ভালোবাসা—চিরকাল তোমার সঙ্গে থাকবে। কোনো সময়, কোনো দূরত্ব, কোনো মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না। আমি চলে গেলেও আমাদের ভালোবাসা কখনো মরে না। 💫❤️💔"
                                
                                2025-11-02 19:15:09